Air Fare| কত দূরত্ব বিমানে যাবেন? ৫০০ কিলোমিটারের মধ্যে ভাড়া বেঁধে দিল কেন্দ্র! আপনার কত পড়বে দেখে নিন

Last Updated:

Air Fare| অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নিল কেন্দ্র। দেরিতে নেওয়া হল অভিযোগ যাত্রীদের।

News18
News18
চলমান বিঘ্নের সময় কিছু বিমান সংস্থা অস্বাভাবিকভাবে বেশি ভাড়া আদায় করছে বলে উদ্বেগ প্রকাশ করে অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় গুরুত্বের সাথে বিবেচনা করেছে। যেকোনও ধরণের সুবিধাবাদী মূল্য নির্ধারণ থেকে যাত্রীদের রক্ষা করার জন্য, মন্ত্রণালয় সমস্ত প্রভাবিত রুটে ন্যায্য এবং যুক্তিসঙ্গত ভাড়া নিশ্চিত করার জন্য তার নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করেছে। সমস্ত বিমান সংস্থাকে একটি সরকারী নির্দেশিকা জারি করা হয়েছে যাতে এখন নির্ধারিত ভাড়ার সীমা কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক করা হয়।
পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই সীমা বলবৎ থাকবে। এই নির্দেশিকার উদ্দেশ্য হল বাজারে মূল্য নির্ধারণের শৃঙ্খলা বজায় রাখা, দুর্দশাগ্রস্ত যাত্রীদের যেকোনও শোষণ রোধ করা এবং নিশ্চিত করা যে জরুরিভাবে ভ্রমণের প্রয়োজন এমন নাগরিকরা- যার মধ্যে বয়স্ক নাগরিক, শিক্ষার্থী এবং রোগীরাও রয়েছেন- এই সময়ের মধ্যে আর্থিক কষ্টের সম্মুখীন না হন।
advertisement
advertisement
কেন্দ্রীয় অসামরিক মন্ত্রক স্পষ্ট জানিয়ে দেয়, ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ভাড়া হবে সর্বাধিক ৭৫০০ টাকা। ৫০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত রুটে ১২ হাজার টাকা নেওয়া যাবে। তার বেশি নয়। আর ১৫০০ কিলোমিটার পর্যন্ত ১৫ হাজার টাকা। তবে এই ভাড়ার মধ্যে প্যাসেঞ্জার সার্ভিস ফি ও ট্যাক্স নেই। অর্থাৎ প্রকৃত ভাড়া এর থেকে বেশি হবে। তবে এই নিয়ন্ত্রণ ইকনমি ক্লাসের জন্য। বিজনেস ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
advertisement
মন্ত্রণালয় রিয়েল-টাইম ডেটা এবং বিমান সংস্থা এবং অনলাইন ভ্রমণ প্ল্যাটফর্মগুলির সাথে সক্রিয় সমন্বয়ের মাধ্যমে ভাড়ার স্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। নির্ধারিত নিয়ম থেকে যেকোনো বিচ্যুতি বৃহত্তর জনস্বার্থে তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তিন ঘণ্টার মধ্যে সমস্ত বিমান সংস্থা ভাড়া কমিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাতেই প্রশ্ন উঠছে, তাহলে একই রুটে গত ৭২ ঘণ্টা ধরে যে যাত্রীরা ওই বিপুল মূল্যে বিমানের টিকিট কিনে গন্তব্যে যেতে বাধ্য হল, তারা কী অপরাধ করল? সরকার প্রথমদিনেই কেন ভাড়া নিয়ন্ত্রণ করল না?
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air Fare| কত দূরত্ব বিমানে যাবেন? ৫০০ কিলোমিটারের মধ্যে ভাড়া বেঁধে দিল কেন্দ্র! আপনার কত পড়বে দেখে নিন
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement