মাঝরাতে আনন্দ উদযাপন বদলে গেল বিভীষিকায়! সিলিন্ডার ফেটে ২৫ জনের মৃত্যু গোয়ার নাইটক্লাবে

Last Updated:

গোয়ার আরপরার বার্চ বাই রোমিও লেন নাইটক্লাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু, আহত ৭। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করেছেন।

গোয়ার নাইটক্লাবে বিস্ফোরণ-আগুনে ২৫ জন নিহত, তদন্ত চলছে
গোয়ার নাইটক্লাবে বিস্ফোরণ-আগুনে ২৫ জন নিহত, তদন্ত চলছে
আনন্দ উদযাপন বদলে গেল বিভীষিকায়! গোয়ার আরপরায় শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ৪ জন পর্যটক। রাত প্রায় ১টার সময় নাইটক্লাবের রান্নাঘর সংলগ্ন এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। গোয়া পুলিশ জানিয়েছে, মৃতদের অধিকাংশই ক্লাবের কর্মী। নিহতদের মধ্যে তিন জন মহিলা রয়েছেন। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত জানিয়েছেন, মৃতদের মধ্যে তিন থেকে চার জন পর্যটকও রয়েছেন।
এই অগ্নিকাণ্ডে সাত জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে এক জনের শরীরের ৬০ শতাংশেরও বেশি অংশ পুড়ে গিয়েছে। পুলিশ বলেছে, মৃতদের মধ্যে মাত্র দুই জনের মৃত্যু দগ্ধ হওয়ার কারণে, বাকিরা ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় কর্মীদের পালানোর প্রায় কোনও সুযোগই ছিল না।
ঘটনার পরে সঙ্গে সঙ্গে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ক্লাবের ঘনবদ্ধ অভ্যন্তরীণ অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক কর্মীকে সময়মতো উদ্ধার করা যায়নি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিয়মিত বন্ধের প্রস্তুতির সময় রান্নাঘরে গ্যাস লিক হয় এবং সেই থেকেই বিস্ফোরণ ঘটে। ঠিক কী কারণে গ্যাস লিক হয়েছিল, তা জানতে ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। জেলা প্রশাসনও ঘটনার সম্পূর্ণ ক্রমপর্যায় খতিয়ে দেখতে আলাদা তদন্ত চালাচ্ছে।
advertisement
advertisement
ঘটনার পর নাইটক্লাবটি সিল করে দেওয়া হয়েছে। মালিক ও ম্যানেজারদের নিরাপত্তা বিধি, জরুরি নির্গমনপথ এবং অগ্নি ও গ্যাস সংক্রান্ত নিয়ম মেনে চলা হয়েছিল কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিজিপি জানিয়েছেন, গ্যাস সংযোগের অবস্থান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নির্গমন পরিকল্পনা—সমস্ত কিছুই এই তদন্তের আওতায় আসবে।
মৃতদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আহতদের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ধ্বংসস্তূপে কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধারকারী দল তল্লাশি চালিয়ে যাচ্ছে।
advertisement
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইট করে একে “অত্যন্ত মর্মান্তিক” বলে অভিহিত করেন এবং জানিয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী সাওয়ন্তের সঙ্গে কথা বলেছেন। মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
অরপরার ‘বার্চ বাই রোমিও লেন’-এ ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর এলাকায় অবস্থিত সমস্ত ক্লাবে অগ্নিনিরাপত্তা অডিট বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক মাইকেল লোবো। বৈধ অগ্নিনিরাপত্তা অনুমতি দেখাতে না পারলে সংশ্লিষ্ট ক্লাবগুলির লাইসেন্স বাতিল করা হবে বলে তিনি জানিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাঝরাতে আনন্দ উদযাপন বদলে গেল বিভীষিকায়! সিলিন্ডার ফেটে ২৫ জনের মৃত্যু গোয়ার নাইটক্লাবে
Next Article
advertisement
Supreme Court on Unnao Case: উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! দিল্লি হাইকোর্টের জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
উন্নাও ধর্ষণ মামলায় জেলেই কুলদীপ সেঙ্গার! জামিনের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
  • কুলদীপ সেঙ্গারের জামিনের নির্দেশে স্থগিতাদেশ৷

  • দিল্লি হাইকোর্টের রায় স্থগিত করল সুপ্রিম কোর্ট৷

  • নির্দেশ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন অবসরকালীন বেঞ্চের৷

VIEW MORE
advertisement
advertisement