‘ধুরন্ধর’ আর কী দেখছেন...! দ্বিতীয় পর্বে আরও বড় চমকের ইঙ্গিত দিলেন রণবীর সিং! কেমন হবে সে ছবি?
- Published by:Tias Banerjee
Last Updated:
রণবীর সিং জানালেন ‘ধুরন্ধর ২’-এ আরও বড় চমক আসছে! অদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ইতিবাচক সাড়া পেয়েছে, দ্বিতীয় পর্ব মুক্তি ১৯ মার্চ ২০২৬, যশের ‘টক্সিক’-এর সঙ্গে সংঘর্ষ।
মুক্তির পরেই সাড়া ফেলে দিয়েছে ‘ধুরন্ধর’। প্রথম পর্ব দেখেই আলোড়ন দর্শকমহলে। দ্বিতীয় পর্বে না জানি কী হবে! রণবীর সিং এবং অক্ষয় খান্নার দাপুটে অভিনয়, কিংবা সঞ্জয় দত্ত, অর্জুন রাম্পাল—কাকে ছেড়ে কাকে দেখবেন! উত্তেজনা ধরে রাখতে না পেরে কৌতূহল প্রকাশ করছেন অনেকেই।
রণবীর সিং ইঙ্গিত দিয়েছেন যে ‘ধুরন্ধর ২’-এ দর্শকদের জন্য আরও অনেক বড় চমক অপেক্ষা করছে। তাঁর সহ-অভিনেতা ড্যানিশ প্যান্ডরের আবেগভরা নোটের জবাব দিতে গিয়ে তিনি এই বার্তা দেন। ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬।
অদিত্য ধর পরিচালিত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, আর. মাধবন-সহ আরও অনেকে অভিনীত এই ছবি দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। দ্বিতীয় পর্ব—‘ধুরন্ধর ২’—কয়েক মাস পরই প্রেক্ষাগৃহে আসছে, এবং দর্শকদের উন্মাহ আরও বেড়েছে রণবীরের নতুন ইঙ্গিতে। তাঁর সহ-অভিনেতা ড্যানিশ প্যান্ডর, যিনি ছবিতে উজাইর বালোচের ভূমিকায় অভিনয় করেছেন, ইনস্টাগ্রামে রণবীরের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁর অভিনয় নিয়ে একটি দীর্ঘ নোট লিখেছিলেন। সেই পোস্টের উত্তরেই রণবীর জানান—দ্বিতীয় অংশে আরও বড় কিছু অপেক্ষা করছে দর্শকের জন্য।
advertisement
advertisement
ড্যানিশ প্যান্ডরের রণবীর প্রশস্তি
ইনস্টাগ্রামে দেওয়া নোটে ড্যানিশ লেখেন যে প্রথম দিন থেকেই রণবীরের শক্তি, উচ্ছ্বাস এবং অভিনয়-নৈপুণ্য তাঁকে অনুপ্রাণিত করেছে। রণবীরের প্রস্তুতি, মনোযোগ এবং প্রতিটি দৃশ্যে নিখুঁতভাবে ঢুকে পড়ার ক্ষমতা তাঁকে মুগ্ধ করেছে। তিনি আরও জানান, রণবীর তাঁকে ভরসা দিয়েছেন, জায়গা দিয়েছেন এবং সেটের পরিবেশকে প্রাণবন্ত করেছেন, যার ফলেই তাঁদের অন-স্ক্রিন রসায়ন এতটা জীবন্ত হয়ে উঠেছে।
advertisement

ড্যানিশের পোস্টে রণবীর জবাব দেন—
“তুই আমার জান! সবাই তোকে ভালবাসছে। ভাব তো, তারা পার্ট টু-তে কী দেখবে! তোর এই কথাগুলো হৃদয়ে রাখলাম। আমাদের একসঙ্গে কাজের প্রতিটি মুহূর্ত আমি সযত্নে রাখব। তুই দারুণ করেছিস—গর্ব হচ্ছে!”
‘ধুরন্ধর’-এর গল্প
‘ধুরন্ধর’ ছবিটি আবর্তিত হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যাল (আর. মাধবন)-কে কেন্দ্র করে, যিনি পাকিস্তানে একটি সন্ত্রাসচক্র ভেঙে দেওয়ার দায়িত্ব নেন। রণবীর সিং এখানে অভিনয় করেছেন এক পাঞ্জাবি যুবকের চরিত্রে, যাকে জেল থেকে তুলে এনে প্রশিক্ষণ দিয়ে করাচির অপরাধচক্রে অনুপ্রবেশ করানো হয়।
advertisement
advertisement
এ ছবিতে অভিনয়ে রয়েছেন রণবীর সিং, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং আর. মাধবন। ছবিটির দৈর্ঘ্য ২১৪ মিনিট—ভারতের দীর্ঘতম চলচ্চিত্রগুলির মধ্যে একটি।
নির্মাতারা নিশ্চিত করেছেন যে ‘ধুরন্ধর ২’ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬, এবং একই দিনে মুক্তি পেতে চলেছে যশ অভিনীত ‘টক্সিক’, ফলে বক্স অফিসে বড় সংঘর্ষ অনিবার্য।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
December 07, 2025 1:04 PM IST

