Air India Plane Bird Hit: এবার বিমানে পাখির ধাক্কা ! ১০০ জন যাত্রী নিয়ে নিরাপদেই ল্যান্ড করল এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে পুণেগামী বিমান

Last Updated:

Air India's Delhi-Pune flight suffers bird hit: ভাগ্যক্রমে কোনও বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও নিরাপদেই বিমানটিকে অবতরণ করানো সম্ভব হয় ৷ যদিও ওই বিমানের রিটার্ন যাত্রা এদিন বাতিল করা হয় নিরাপত্তাজনিত কারণেই ৷

এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা (File Photo)
এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা (File Photo)
নয়াদিল্লি: ১২ জুন আহমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকেই যেন একের পর এক ঘটনা লেগেই রয়েছে এয়ার ইন্ডিয়ার ৷ এবার দিল্লি থেকে পুণেগামী বিমানে পাখির ধাক্কা ! ভাগ্যক্রমে কোনও বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও নিরাপদেই বিমানটিকে অবতরণ করানো সম্ভব হয় ৷ যদিও ওই বিমানের রিটার্ন যাত্রা বাতিল করা হয় এদিন নিরাপত্তাজনিত কারণেই ৷ পাখির ধাক্কার পর পুনরায় বিমানটি উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হত না বলেই এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ৷ বিমানটি ভাল করে পরীক্ষা করা হবে বলেও জানানো হয়েছে। বিমানটিতে ১০০-র বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷
শুক্রবার ভোর ৫টা ৩১ মিনিটে দিল্লি থেকে পুণের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার AI 2469 বিমানটি। সকাল ৭টা ১৪ মিনিটে পুণে বিমানবন্দরে অবতরণ করে সেটি। বিমানে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। পুণেতে অবতরণের পরই বিমান সংস্থার সূত্রে জানানো হয়, এই বিমানটির পরবর্তী সফর অর্থাৎ দিল্লিতে রিটার্ন ফ্লাইট বাতিল করা হচ্ছে।
advertisement
advertisement
এর পাশাপাশি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আগেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ এবং খারাপ আবহাওার কারণে দুবাই থেকে চেন্নাইগামী AI 906, দিল্লি থেকে মেলবোর্নগামী AI 308, মেলবোর্ন থেকে দিল্লিগামী AI 309, দুবাই থেকে হায়দরাবাদগামী AI 2204 উড়ান বাতিল থাকছে। শুধু তা-ই নয়, বাতিল করা হয়েছে পুণে থেকে দিল্লিগামী AI 874, আহমেদাবাদ থেকে দিল্লিগামী AI 456, হায়দরাবাদ থেকে মুম্বইগামী AI 2872 এবং চেন্নাই থেকে মুম্বইগামী AI 571 উড়ানগুলিও।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air India Plane Bird Hit: এবার বিমানে পাখির ধাক্কা ! ১০০ জন যাত্রী নিয়ে নিরাপদেই ল্যান্ড করল এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে পুণেগামী বিমান
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement