Ahmedabad Air India AI171 Crash Report: কী হয়েছিল শেষ ৯৪ সেকেন্ডে, ইঞ্জিনে ফুয়েল CUT OFF করল কে, পাইলটদের শেষ কথোপকথন...এল AAIB রিপোর্ট

Last Updated:

রিপোর্টে লেখা রয়েছে, "তদন্তের এই পর্যায়ে, B787-8 এবং/অথবা GE GEnx-1B ইঞ্জিন অপারেটর এবং নির্মাতাদের (বোয়িং) বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়নি৷"

News18
News18
নয়াদিল্লি: ৯৪ সেকেন্ড৷ সব ঘটনা ঘটেছিল ৯৪ সেকেন্ডের মধ্যে৷ দুপুর ১টা বেজে ৩৭ মিনিট ৩৭ সেকেন্ড থেকে ১ টা ৩৮ মিনিট ৩৯ সেকেন্ড পর্যন্ত৷ তারপরেই সব শেষ৷ শেষে সেই ৯৪ সেকেন্ডে কী ঘটেছিল৷ গত ১২ জুনের মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে সামনে এসেছে দুই পাইলটের শেষ কয়েক সেকেন্ডের কথোপকথন৷
টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানটি সর্বোচ্চ গতি অর্জন করেছিল৷ তারপরে হঠাৎ, উভয় ইঞ্জিনের জ্বালানির কাট অফ সুইচগুলি RUN থেকে CUTOFF হয়ে যায়৷ ফলে ইঞ্জিনের ক্ষমতা দ্রুত হ্রাস পায়৷
ইঞ্জিনের কোর এবং ফ্যাশনের গতি (N1 এবং N2) বিমানটি দ্রুত নেমে আসতে থাকে৷ ককপিট ভয়েস রেকর্ডারে পাইলটদের শেষ কয়েক সেকেন্ডের কথোপকথনে সে কথা ধরা পড়েছে৷ সেখানে এক পাইলট আরেক পাইলটকে বলছেন, ‘‘(ইঞ্জিন) কাট অফ করলে কেন?’’, অপর জন তা অস্বীকার করে উত্তর দিচ্ছেন, ‘‘আমি তো করিনি৷’’
advertisement
advertisement
এরপরেই ১টা ৩৯ মিনিট ৫ সেকেন্ডে পাইলট মে ডে কল করেন৷ আর যখন সেই মেসেজ গ্রহণ করে ১ টা ৪৪ মিনিট ৫৫ সেকেন্ডে ব্যবস্থা গ্রহণ শুরু হয়, ততক্ষণ যা ঘটার ঘটে গিয়েছে৷
advertisement
রিপোর্টে লেখা রয়েছে, “তদন্তের এই পর্যায়ে, B787-8 এবং/অথবা GE GEnx-1B ইঞ্জিন অপারেটর এবং নির্মাতাদের (বোয়িং) বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়নি৷”
রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইঞ্জিনগুলিতে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। এতে বলা হয়েছে যে “ইঞ্জিন ১ এবং ইঞ্জিন ২ এর জ্বালানি কাটঅফ সুইচগুলি এক সেকেন্ডের সময়ের ব্যবধানে একের পর এক RUN থেকে CUTOFF অবস্থানে স্থানান্তরিত হয়েছিল”।
advertisement
রিপোর্টে কোনও পাখির ধাক্কার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে দুই পাইলটের মধ্যে কারও একজনের ভুলে৷ নয়ত, এক্ষেত্রে, অন্তর্ঘাতের সম্ভাবনাও থাকছে৷ প্রসঙ্গত, ৫৬ বছরের ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল ও কো-পাইলট ৩২ বছরের ক্লাইভ কুন্দরই ছিলেন বিমানচালনার দায়িত্বে৷
advertisement
এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ঘটনার সময়রেখা:
১৩:৩৭:৩৭ IST—বিমান রানওয়েতে চলতে শুরু করেছে।
১৩:৩৮:৩৯ IST—বিমানটি আকাশে (এয়ার মোডে) স্থানান্তরিত হয়েছে, উত্তোলন।
১৩:৩৮:৪২ IST—বিমানটি সর্বোচ্চ ১৮০ নট IAS গতিতে পৌঁছেছে।
১ সেকেন্ডের মধ্যে ইঞ্জিন ১ এবং ২ এর জ্বালানি কাটঅফ সুইচগুলি RUN থেকে CUTOFF এ সরানো হয়েছে।
ইঞ্জিন N1 এবং N2 কমতে শুরু করে; বিমানের গতি এবং উচ্চতা হ্রাস পেতে শুরু করে।
advertisement
ককপিট ভয়েস রেকর্ডিং: পাইলট ১ — “তুমি কেন কাটঅফ করেছ?”; পাইলট ২ — “আমি তা করিনি।”
১৩:৩৮:৪৭ IST — উভয় ইঞ্জিনের N2 অক্ষম অবস্থায় পড়ে গেছে; রাম এয়ার টারবাইন (RAT) মোতায়েন করা হয়েছে।
১৩:৩৮:৫২ IST — ইঞ্জিন ১ এর জ্বালানি কাটঅফ সুইচটি আবার RUN-এ সরানো হয়েছে।
১৩:৩৮:৫৪ IST — APU ইনলেট দরজা খোলা শুরু হয়েছে (APU অটোস্টার্ট লজিক শুরু হয়েছে)।
advertisement
১৩:৩৮:৫৬ IST — ইঞ্জিন ২-এর জ্বালানি কাটঅফ সুইচটি আবার RUN-এ সরানো হয়েছে।
ইঞ্জিন ১: EGT বেড়েছে, কিন্তু কোরের গতি পুনরুদ্ধার ব্যর্থ হয়েছে।
ইঞ্জিন ২: বারবার ইগনিশন করা হয়েছে, কিন্তু মূল ত্বরণ বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
১৩:৩৯:০৫ IST — পাইলট “মেডে মেডে মেডে” সম্প্রচার করলেন।
১৩:৩৯:১১ IST — শেষ EAFR রেকর্ডিং টাইমস্ট্যাম্প।
১৩:৪৪:৪৪ IST — বিমানবন্দরের দমকল বাহিনী পাঠানো হয়েছে এবং স্থানীয় দমকল ও উদ্ধারকর্মীরাও এতে যোগ দেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Ahmedabad Air India AI171 Crash Report: কী হয়েছিল শেষ ৯৪ সেকেন্ডে, ইঞ্জিনে ফুয়েল CUT OFF করল কে, পাইলটদের শেষ কথোপকথন...এল AAIB রিপোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement