Ahmedabad Plane Crash: ব্ল্যাক বক্স থেকে অবশেষে মিলল তথ্য! ভেঙে চুরমার হয়ে গিয়েছিল..আশা ছিল না, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার কারণ জানতে শেষমেশ সাফল্য

Last Updated:

সরকারের তরফে জানানো হয়েছে, ‘‘CVR ও FDR থেকে ডেটা বিশ্লেষণের কাজ চলছে৷ এখানে ঘটনাক্রম পর পর দেখা হচ্ছে৷ কী ভাবে ঘটনা ঘটেছিল তা জানতে পারলে তা এভিয়েশন সেফটি উন্নয়নে ব্যবহার করা হবে৷ ’’

News18
News18
নয়াদিল্লি: দুর্ঘটনায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় দুর্ঘনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের৷ ডেটা উদ্ধারের সম্ভাবনা ছিল ক্ষীণ৷ অবশেষে এল আশার খবর৷ দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়া বিমানের ব্ল্যাক বক্স থেকে প্রাথমিক ভাবে উদ্ধার করা গিয়েছে কিছু তথ্য৷ মেমরি মডিউলকে ক্ষতিগ্রস্ত ব্ল্যাক বক্স থেকে আলাদা করতে পারা গিয়েছে৷ তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে৷
গত ২৪ জুন অসামরিক পরিবহণ মন্ত্রী কে রামমোহন নায়ডু জানিয়েছেন, গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যে বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল তার ব্ল্যাক বক্স এয়ারক্র্যাফ্ট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তদন্ত করে দেখছে৷ এটি বিদেশে পাঠানোর জল্পনাও নস্যাৎ করেছেন তিনি৷
প্লেনের ব্ল্যাক ব্সে থাকে একটি ফ্লাইট ডেটা রেকর্ডার (FDR) এবং ককপিট ভয়েস রেকর্ডার (CVR)৷ জানা গিয়েছিলে, দুর্ঘটনায় ওই বিমানের ব্ল্যাকবক্সের এই ২টি অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাই সেখান থেকে কোনও ডেটা উদ্ধার করা সম্ভব কি না তা নিয়ে সন্দেহ ছিল৷
advertisement
advertisement
যদিও জানা গিয়েছে, এয়ারক্র্যাফচ অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) ব্ল্যাক বক্স থেকে ক্র্যাশ প্রোটেকশন মডিউল বা CPM এবং মেমারি মডিউলকে আলাদা করতে পেরেছে৷
যে মেডিক্যাল কলেজের হস্টেলে বিমানটি ভেঙে পড়েছিল তার ছাদ থেকে উদ্ধার হয়েছে বক্স দুটি৷ সেই দুটি বক্সই নয়াদিল্লিতে থাকা AAIB-এর ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল৷ ২৪ জুন তার থেকে মেমরি মডিউল আলাদা করা গিয়েছে৷
advertisement
সরকারের তরফে জানানো হয়েছে, ‘‘CVR ও FDR থেকে ডেটা বিশ্লেষণের কাজ চলছে৷ এখানে ঘটনাক্রম পর পর দেখা হচ্ছে৷ কী ভাবে ঘটনা ঘটেছিল তা জানতে পারলে তা এভিয়েশন সেফটি উন্নয়নে ব্যবহার করা হবে৷ ’’
advertisement
আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান৷ তাতে এক জন ছাড়া বিমানের সমস্ত ক্রু ও যাত্রীর মৃত্যু হয়েছিল৷ মৃত্যু হয়েছিল মোট ২৭৫ জনের৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ahmedabad Plane Crash: ব্ল্যাক বক্স থেকে অবশেষে মিলল তথ্য! ভেঙে চুরমার হয়ে গিয়েছিল..আশা ছিল না, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার কারণ জানতে শেষমেশ সাফল্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement