Shubhanshu Shukla: সঙ্গে করে মহাকাশে নিয়ে গিয়েছেন এই ছোট্ট সাদা জিনিস...ভারতীয় ঐতিহ্য, এল শুভাংশুর বার্তা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শুভাংশু সঙ্গে করে নিয়ে গিয়েছেন একটি ছোট্ট সাদা হাঁসের সফ্ট টয়৷ মিষ্টি দেখে এই হাঁসটা শুভাংশুর মহাকাশ সফরের সঙ্গী৷ কিন্তু, কেন জানেন? শুভাংশু জানিয়েছেন, ভারতীয় ঐতিহ্যে হাঁসকে জ্ঞানের প্রতীক হিসাবে মনে করা হয়৷ শুভাংশ বলেছেন, ‘‘আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা এই সফরে আমার পাশে ছিলেন৷ এটা আমার কার সফর নয় আমার পরিবার আমার বন্ধুরা সব সময় আমাকে সহযোগিতা করেছেন৷’’
নয়াদিল্লি: কাল থেকে ঘুম ঘুমোচ্ছেন৷ বাচ্চাদের মতো শিখছেন খাওয়া, শিখছেন হাঁটা৷ মহাকাশে থেকে পাঠানো দ্বিতীয় বার্তায় মজার মজার কথা বললেন, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অ্যাক্সিওম ৪ এর চালক শুভাংশু শুক্লা৷ স্পেস এক্সের ড্রাগন মহাকাশযান থেকে প্রথম ভিডিও পাঠালেন তিনি৷ দেখালেন বাড়ি থেকে নিয়ে যাওয়া তাঁর ছোট্ট একটা খেলনাকেও৷ ৪১ বছর পরে দ্বিতীয় মহাকাশচারী পেয়েছে ভারত৷ রাকেশ শর্মার পরে দ্বিতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছেন শুভাংশ সহ চার মহাকাশচারী৷
তাঁর দ্বিতীয় বার্তায় শুভাংশকে বলতে দেখা যাচ্ছে, ‘‘স্পেস থেকে নমস্কার৷ অন্যান্য মহাকাশচারীদের সঙ্গে দারুণ রোমাঞ্চকর সফর কাটাচ্ছি৷ যখন যাত্রা শুরু হয়, হঠাৎ পিছনে একটা ধাক্কা, তারপর হঠাৎ দেখলেন আপনি শূন্যে ভাসছেন৷’’
advertisement
বিষয়টা মোটেই সহজ, আরামদায়ক অনুভূতি ছিল না বলে জানিয়েছেন শুভাংশু৷ বলেন, ‘‘যখন প্রথম শূন্যে ঢুকি, খুব একটা ভাল লাগছিল না৷ বাকিরা বলছে আমি নাকি কাল থেকে প্রচুর ঘুমোচ্ছি৷ আমি বাচ্চার মতো শিখছি৷ স্পেসে কী ভাবে খেতে হয়, কী ভাবে হাঁটতে হয়৷’’
advertisement
#WATCH | “Namaskar from space! I am thrilled to be here with my fellow astronauts. What a ride it was,” says Indian astronaut Group Captain Subhanshu, who is piloting #AxiomMission4, as he gives details about his journey into space.
Carrying a soft toy Swan, he says, in Indian… pic.twitter.com/Z09Mkxhfdj
— ANI (@ANI) June 26, 2025
advertisement
শুভাংশু সঙ্গে করে নিয়ে গিয়েছেন একটি ছোট্ট সাদা হাঁসের সফ্ট টয়৷ মিষ্টি দেখে এই হাঁসটা শুভাংশুর মহাকাশ সফরের সঙ্গী৷ কিন্তু, কেন জানেন? শুভাংশু জানিয়েছেন, ভারতীয় ঐতিহ্যে হাঁসকে জ্ঞানের প্রতীক হিসাবে মনে করা হয়৷ শুভাংশ বলেছেন, ‘‘আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, যাঁরা এই সফরে আমার পাশে ছিলেন৷ এটা আমার কার সফর নয় আমার পরিবার আমার বন্ধুরা সব সময় আমাকে সহযোগিতা করেছেন৷’’
advertisement
২৫ জুন ফ্লরিডার স্থানীয় সময় ১২ টা বেজে ১ মিনিটে লঞ্চ হয় Axiom-4 mission৷ নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্স ড্রাগন মহাকাশযান উৎক্ষেপণ করা হয় ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে৷
advertisement
অ্যাক্সিওম ৪ মিশনের নেতৃত্বে আছেন প্রাক্তন নাসা মহাকাশচারী পেগি হুইটসন, যিনি বর্তমানে অ্যাক্সিওম স্পেসের কম্যান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক ক্রুদের মধ্যে রয়েছেন পোল্যান্ডের (ইউরোপীয় মহাকাশ সংস্থা) স্লাওস উজানানস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু, দুজনেই মিশন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা মিশনের পাইলট হিসেবে তাঁদের সাথে যোগ দিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
June 26, 2025 1:43 PM IST