Air India Plane Crash in Ahmedabad:বিয়ে মাত্র ৬ মাস আগে, স্বামীর কাছে লন্ডন যাওয়ার পথে আকাশেই শেষ নতুন কনে...এয়ার ইন্ডিয়ার বিমানে পুড়ে ছাই সংসারের স্বপ্ন

Last Updated:

Air India Plane Crash in Ahmedabad:বিয়ের পর লন্ডনেই নতুন সংসার সাজানোর কথা ছিল। কিন্তু সেই ইচ্ছে আর রূপায়িত হল না।

স্বামীর সঙ্গে আর দেখা হল না
স্বামীর সঙ্গে আর দেখা হল না
আহমেদাবাদ : সংসার শুরু হওয়ার আগেই শেষ সব। নতুন পর হবু দাম্পত্যের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল আকাশে। লন্ডনে তাঁর স্বামীর কাছে যাওয়ার পথে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানে প্রাণ হারালেন খুশবু রাজপুরোহিত। মাত্র ছ’ মাস আগে তিনি গাঁটছড়া বেঁধেছিলেন মনফুল সিং-এর সঙ্গে। বিয়ের পর লন্ডনেই নতুন সংসার সাজানোর কথা ছিল। কিন্তু সেই ইচ্ছে আর রূপায়িত হল না।
রাজস্থানের বালোতারা জেলার আরাবা গ্রামের বাসিন্দা খুশবু এই বছরের জানুয়ারিতে মনফুল সিং-কে বিয়ে করেন। তাঁর স্বামী লন্ডনে পড়াশোনা করছেন। ভিসা সমস্যার জন্য বিয়ের পর এত দিন স্বামীর কাছে যেতে পারেননি নববিবাহিত খুশবু। এত দিন পর ভিসা পেলেন। কিন্তু স্বামীর সঙ্গে দেখা হল না। খুশবু ছিলেন আরাবার বাসিন্দা মদন সিং রাজপুরোহিতের মেয়ে। বৃহস্পতিবারের বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে রাজস্থানের আরও বাসিন্দা ছিলেন। রাজস্থানের মোট ১১ জন ছিলেন ওই অভিশপ্ত বিমানের যাত্রী। তাঁদের মধ্যে দু’জন পুরুষ ইংল্যান্ডে রাঁধুনির চাকরি করতে যাচ্ছিলেন এবং একজন মার্বেল ব্যবসায়ীর ছেলে ও মেয়ে ছিলেন।
advertisement
আরও পড়ুন : শেষ মুহূর্তে ‘MAYDAY’ বলে আর্ত চিৎকার অভিশপ্ত বিমানের পাইলটের! বিমান দুর্ঘটনার সঙ্গে ‘মে দিবসের’ কী সম্পর্ক? জানলে চমকে যাবেন
বৃহস্পতিবার দুপুর ১.৩৮ মিনিটে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরু হয় বিমানটির। আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছনোর পর হঠাৎ করেই এটি নীচে নামতে শুরু করে। সবকিছু নিস্তব্ধ হয়ে যাওয়ার আগের মুহূর্তে পাইলটের কাছ থেকে একটি ‘মেডে ডাক’ আসে। তার পরমুহূর্তেই বিশাল কমলা রঙের আগুনের গোলায় পরিণত হয় বিমানটি। আকাশেই বিস্ফারিত হয় লন্ডনগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। ওই আগুনের গোলা প্রায় কয়েক মাইল দূর থেকেও দেখা যায়। অভিশপ্ত বিমানটিতে ক্রু সদস্য-সহ মোট ২৪২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন। বিশ্বাস কুমার রমেশ নামে ১ জন যাত্রী রক্ষা পেয়েছেন অলৌকিক ভাবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Air India Plane Crash in Ahmedabad:বিয়ে মাত্র ৬ মাস আগে, স্বামীর কাছে লন্ডন যাওয়ার পথে আকাশেই শেষ নতুন কনে...এয়ার ইন্ডিয়ার বিমানে পুড়ে ছাই সংসারের স্বপ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement