Assam Flood|| অসমে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ যোগাযোগ ব্যবস্থা, বিমানের ভাড়া গুণতে নাজেহাল যাত্রীরা

Last Updated:

Air fare increasing very fast as Assam flood Effect: রেল পথে যোগাযোগ বিচ্ছিন্ন কলকাতা-আগরতলার। বর্তমান পরিস্থিতিতে অগ্নিমূল্য বিমানের ভাড়া। কলকাতা-আগরতলা, আগরতলা-কলকাতা, কলকাতা-গুয়াহাটি, গুয়াহাটি-কলকাতা, আগরতলা-গুয়াহাটি বিমানে ভাড়া বাড়ল অনেকটাই।

#গুয়াহাটি: অসমে বন্যা পরিস্থিতির জের। বন্ধ একাধিক রুটে ট্রেন চলাচল। রেল পথে যোগাযোগ বিচ্ছিন্ন কলকাতা-আগরতলার। বর্তমান পরিস্থিতিতে অগ্নিমূল্য বিমানের ভাড়া। কলকাতা-আগরতলা, আগরতলা-কলকাতা, কলকাতা-গুয়াহাটি, গুয়াহাটি-কলকাতা, আগরতলা-গুয়াহাটি বিমানে ভাড়া বাড়ল অনেকটাই।
কলকাতা থেকে আগরতলা-সকাল ১১টার ইন্ডিগোর ভাড়া ৯২৩৭ টাকা। সকাল ৯:৪০ মিনিটের ইন্ডিগোর ভাড়া ৮,৩৩৭ টাকা। একই সংস্থার বিকেল ৩'টের ভাড়া ৭,৩৩৭ টাকা, বিকেল ৪:১০-এর বিমান ভাড়া ৬,৭৩৭ টাকা। বিকেল ৫:২০ মিনিটের ভাড়া ৬,৭৩৭ টাকা। এয়ার ইন্ডিয়ার সন্ধ্যা ছ'টার বিমানের ভাড়া ৬,৭৩৭ টাকা। আগরতলা থেকে কলকাতায় ফেরার ইন্ডিগোর দুপুর ১২:৪০-এর বিমানের ভাড়া ৮,৯০৮ টাকা। বিকেল ৩'টের ভাড়া ৮,৯০৮ টাকা। সন্ধ্যা ৬:৫০ মিনিটের ভাড়া ৬,২০৮ টাকা। ফ্লাই বিগ সংস্থার বিকেল ৪:১০-এর বিমানের ভাড়া ৭,৮৯২ টাকা। সকাল ১১:২৫ মিনিটের এয়ার ইন্ডিয়ার ভাড়া ১৫,০৩৩ টাকা। সন্ধ্যা ৭:৪৫-এর এয়ার ইন্ডিয়ার বিমানের ভাড়া ১৫,০৩৩ টাকা। সাধারণত গড়ে এই সমস্ত রুটে ভাড়া থাকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। সেটাই সাত থেকে পনেরো হাজার পর্যন্ত উঠেছে।
advertisement
আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা মিলবে, প্রলোভনের বশে এ কী কাণ্ড! মাথা চাপড়াচ্ছে একাদশের ছাত্রী
কলকাতা থেকে গুয়াহাটি বিমানের ভাড়াও বেড়েছে অনেকটাই। ইন্ডিগো সংস্থার রাতের ন'টা নাগাদ বিমান ভাড়া ৫,২৩৭ টাকা। সন্ধ্যা ৭:২০ বিমানের ভাড়া ৬,০৮৭ টাকা। বিকেল ৩:১০ বিমানের ভাড়া ৭,৩৩৭ টাকা। গো এয়ারের বিকেল ৩:১০-এর বিমানের ভাড়া ৯,৭৪৩ টাকা। স্পাইসজেটের সকাল ৬:৪০-এর বিমানের ভাড়া ১১,৪৪৩ টাকা। সকাল ৯:৫০-এর বিমানের ভাড়া ১৫,২০৭ টাকা। গুয়াহাটি থেকে কলকাতায় এয়ার ইন্ডিয়ার সকাল ১১:৪০-এর বিমানের ভাড়া ৬,১৩৯ টাকা৷ সকাল ৮:৪০ মিনিটের স্পাইস জেটের বিমানের ভাড়া ৬,৩৪০ টাকা। বিকেলে ৪:৫০-এর গো-এয়ারের ভাড়া ৬,৩৪০ টাকা।
advertisement
advertisement
সাধারণত দুই-আড়াই বা তিন হাজার টাকায় মেলে টিকিট। আগরতলা থেকে গুয়াহাটির মধ্যে গড় ভাড়া যেখানে ২-৩ হাজার হয়। সেখানে ভাড়ার অঙ্ক ছুঁয়েছে ৮,৩০৮ টাকা। এ ছাড়া শিলচর, মিজোরাম-সহ একাধিক রুটে বেড়েছে ভাড়া।
ABIR GHOSHAL
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Flood|| অসমে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ যোগাযোগ ব্যবস্থা, বিমানের ভাড়া গুণতে নাজেহাল যাত্রীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement