Assam Flood|| অসমে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ যোগাযোগ ব্যবস্থা, বিমানের ভাড়া গুণতে নাজেহাল যাত্রীরা

Last Updated:

Air fare increasing very fast as Assam flood Effect: রেল পথে যোগাযোগ বিচ্ছিন্ন কলকাতা-আগরতলার। বর্তমান পরিস্থিতিতে অগ্নিমূল্য বিমানের ভাড়া। কলকাতা-আগরতলা, আগরতলা-কলকাতা, কলকাতা-গুয়াহাটি, গুয়াহাটি-কলকাতা, আগরতলা-গুয়াহাটি বিমানে ভাড়া বাড়ল অনেকটাই।

#গুয়াহাটি: অসমে বন্যা পরিস্থিতির জের। বন্ধ একাধিক রুটে ট্রেন চলাচল। রেল পথে যোগাযোগ বিচ্ছিন্ন কলকাতা-আগরতলার। বর্তমান পরিস্থিতিতে অগ্নিমূল্য বিমানের ভাড়া। কলকাতা-আগরতলা, আগরতলা-কলকাতা, কলকাতা-গুয়াহাটি, গুয়াহাটি-কলকাতা, আগরতলা-গুয়াহাটি বিমানে ভাড়া বাড়ল অনেকটাই।
কলকাতা থেকে আগরতলা-সকাল ১১টার ইন্ডিগোর ভাড়া ৯২৩৭ টাকা। সকাল ৯:৪০ মিনিটের ইন্ডিগোর ভাড়া ৮,৩৩৭ টাকা। একই সংস্থার বিকেল ৩'টের ভাড়া ৭,৩৩৭ টাকা, বিকেল ৪:১০-এর বিমান ভাড়া ৬,৭৩৭ টাকা। বিকেল ৫:২০ মিনিটের ভাড়া ৬,৭৩৭ টাকা। এয়ার ইন্ডিয়ার সন্ধ্যা ছ'টার বিমানের ভাড়া ৬,৭৩৭ টাকা। আগরতলা থেকে কলকাতায় ফেরার ইন্ডিগোর দুপুর ১২:৪০-এর বিমানের ভাড়া ৮,৯০৮ টাকা। বিকেল ৩'টের ভাড়া ৮,৯০৮ টাকা। সন্ধ্যা ৬:৫০ মিনিটের ভাড়া ৬,২০৮ টাকা। ফ্লাই বিগ সংস্থার বিকেল ৪:১০-এর বিমানের ভাড়া ৭,৮৯২ টাকা। সকাল ১১:২৫ মিনিটের এয়ার ইন্ডিয়ার ভাড়া ১৫,০৩৩ টাকা। সন্ধ্যা ৭:৪৫-এর এয়ার ইন্ডিয়ার বিমানের ভাড়া ১৫,০৩৩ টাকা। সাধারণত গড়ে এই সমস্ত রুটে ভাড়া থাকে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। সেটাই সাত থেকে পনেরো হাজার পর্যন্ত উঠেছে।
advertisement
আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা মিলবে, প্রলোভনের বশে এ কী কাণ্ড! মাথা চাপড়াচ্ছে একাদশের ছাত্রী
কলকাতা থেকে গুয়াহাটি বিমানের ভাড়াও বেড়েছে অনেকটাই। ইন্ডিগো সংস্থার রাতের ন'টা নাগাদ বিমান ভাড়া ৫,২৩৭ টাকা। সন্ধ্যা ৭:২০ বিমানের ভাড়া ৬,০৮৭ টাকা। বিকেল ৩:১০ বিমানের ভাড়া ৭,৩৩৭ টাকা। গো এয়ারের বিকেল ৩:১০-এর বিমানের ভাড়া ৯,৭৪৩ টাকা। স্পাইসজেটের সকাল ৬:৪০-এর বিমানের ভাড়া ১১,৪৪৩ টাকা। সকাল ৯:৫০-এর বিমানের ভাড়া ১৫,২০৭ টাকা। গুয়াহাটি থেকে কলকাতায় এয়ার ইন্ডিয়ার সকাল ১১:৪০-এর বিমানের ভাড়া ৬,১৩৯ টাকা৷ সকাল ৮:৪০ মিনিটের স্পাইস জেটের বিমানের ভাড়া ৬,৩৪০ টাকা। বিকেলে ৪:৫০-এর গো-এয়ারের ভাড়া ৬,৩৪০ টাকা।
advertisement
advertisement
সাধারণত দুই-আড়াই বা তিন হাজার টাকায় মেলে টিকিট। আগরতলা থেকে গুয়াহাটির মধ্যে গড় ভাড়া যেখানে ২-৩ হাজার হয়। সেখানে ভাড়ার অঙ্ক ছুঁয়েছে ৮,৩০৮ টাকা। এ ছাড়া শিলচর, মিজোরাম-সহ একাধিক রুটে বেড়েছে ভাড়া।
ABIR GHOSHAL
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Flood|| অসমে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্থ যোগাযোগ ব্যবস্থা, বিমানের ভাড়া গুণতে নাজেহাল যাত্রীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement