Lottery Scam: ২৫ লক্ষ টাকা মিলবে, প্রলোভনের বশে এ কী কাণ্ড! মাথা চাপড়াচ্ছে একাদশের ছাত্রী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
ছাত্রীটিকে জানানো হয় সে হোয়াটসঅ্যাপ ব্যবহার করায় মোবাইল কোম্পানি থেকে ২৫ লক্ষ টাকার লটারির পুরস্কার জিতেছেন। (Lottery Scam)
#উত্তর ২৪ পরগনা: ২৫ লক্ষ টাকার লটারির পুরস্কারের প্রলোভনে পড়ে ৭২০০ টাকা খোয়াল একাদশ শ্রেণীর এক ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দেগঙ্গার বেড়াচাঁপায়। ধার করা টাকা কি করে পরিশোধ করবে তা নিয়ে কান্নায় ভেঙে পড়েছে মেয়েটির গোটা পরিবার। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ছাত্রীটিকে জানানো হয় সে হোয়াটসঅ্যাপ ব্যবহার করায় মোবাইল কোম্পানি থেকে ২৫ লক্ষ টাকার লটারির পুরস্কার জিতেছেন। (Lottery Scam)
আর সেই টাকা পেতে গেলে তাঁকে তার ব্যাঙ্কের নথিপত্র পাঠাতে হবে। এরপর মোবাইলে আসা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওটিপিও শেয়ার করে ছাত্রীটি।
সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা না থাকায় ছাত্রীকে নগদ টাকা একটি অ্যাকাউন্ট নম্বরে পাঠাতে বলা হয়। ছাত্রীটি জানায়, রাতারাতি লক্ষপতি হওয়ার লোভে পড়ে সে প্রতিবেশীদের কাছ থেকে ৭২০০ টাকা ধার করে।
advertisement
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির দারুণ সুযোগ, বিশদে জানুন
সেই ৭২ হাজার টাকা ওই ব্যক্তির কথা মতো জমা করে নির্দিষ্টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এরপর ফের তার মোবাইল ফোনে কল করে জানানো হয় এত টাকার লটারির পুরস্কারের জন্য তার অ্যাকাউন্টের আই টি ফাইল খুলতে হবে। তার জন্য ব্যাঙ্ক ম্যানেজার বসে আছেন। এখনি ১৩ হাজার টাকা দিলেই ২৫ লক্ষ টাকা ছাত্রীর অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: বিয়েবাড়ির জৌলুস বাড়াতে গুলি চালাল বর, মরেই গেল বন্ধু! হাড়হিম ভাইরাল ভিডিও দেখুন...
একথা শোনার পর সন্দেহ হয় ছাত্রীর। সে নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়ে। ইতিমধ্যে প্রতিবেশীরা জেনে যায় ওই ছাত্রী প্রলোভনের ফাঁদে পড়ে ৭২০০ টাকা খুইয়েছে। পুলিশের দ্বারস্থ হয়েছে একাদশের ছাত্রীর পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
জিয়াউল আলম
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2022 12:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery Scam: ২৫ লক্ষ টাকা মিলবে, প্রলোভনের বশে এ কী কাণ্ড! মাথা চাপড়াচ্ছে একাদশের ছাত্রী