জাতীয় সড়কে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ! ২০ ফুট গর্তে পড়েও বেঁচে গেলেন চার যাত্রী
Last Updated:
এ যেন চোখের সামনে মৃত্যুকে দেখা ! সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন চার বন্ধু ৷ মুম্বই থেকে কান্নাউজ যাচ্ছিলেন তারা ৷ সেই যাতায়াতের পথেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি৷
#লখনউ: এ যেন চোখের সামনে মৃত্যুকে দেখা ! সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন চার বন্ধু ৷ মুম্বই থেকে কান্নাউজ যাচ্ছিলেন তারা ৷ সেই যাতায়াতের পথেই ঘটে এই ভয়াবহ দুর্ঘটনাটি৷ ২০ ফুট গর্তে পড়ে যান তারা ৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে তারা প্রত্যেকেই বেঁচে যান ৷
বৃহস্পতিবার সকালে ভোট ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ আগ্রা থেকে ১৬ কিলোমিটার দূরে ওয়াজিদপুর পুলিয়া এলাকায় ঘটনাটি ঘটে ৷ এরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন ঘটনাস্থলে ৷ গাড়ির ভিতর থেকে তাদের উদ্ধার করার কাজ শুরু করেন তারাই প্রাথমিকভাবে ৷ এরপর স্থানীয় পুলিশ স্টেশনকে খবর দেওয়া হয় ৷ পুলিশ সূত্রে খবর, যারা ওই গাড়ির ভিতরে ছিলেন ৷ তারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন ৷ মুম্বই থেকে কান্নাউজ যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে ৷
advertisement
গাড়ির চালক রচিত কুমার জানিয়েছেন, গুগল থেকে রাস্তা দেখে তারা আসছিলেন ৷ কখনও ট্রেক করে ৷ আবার কখনও সাধারণ রাস্তা দিয়ে ৷ কিন্তু মাঝরাস্তায় আচমকাই রাস্তা গুলিয়ে ফেলেন তারা ৷ সেই সময় ফোনে নেটওয়ার্ক না থাকায় সঠিক রাস্তা চিনতেও বারবার ব্যর্থ হচ্ছিলেন তারা ৷ এরপরই ভুল রাস্তায় ঢুকে পড়েন তারা ৷ পাথুরে রাস্তার উপর আসতে গিয়েই গাড়ির চাকা স্লিপ করে ৷ ২০ ফুট গর্তে একটি পরিখায় পড়ে যায় তাদের গাড়ি ৷ রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, ব্রেক কষলেও শেষরক্ষে হয়নি এমনটাই জানান রচিত কুমার ৷
advertisement
advertisement
এই ঘটনার পরই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ এক্সপ্রেসওয়ে ইনডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি(UPEIDA) ৷ UPEIDA-র এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, খুব শীঘ্রই রাস্তা মেরামতের কাজ শুরু হবে ৷ কিন্তু গত বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টির জেরে আপাতত রাস্তা মেরামতের কাজ বন্ধ রয়েছে ৷ তবে, এই অবস্থাতেও যাতে কোনওরকম কোনও দুর্ঘটনা না ঘটে ৷ তার জন্য সাময়িকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ারও ভাবনাচিন্তা চলছে বলে তারা জানিয়েছেন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 02, 2018 2:09 PM IST