Agnipath Recruitment Applications: ভাঙল রেকর্ড! বিক্ষোভ সত্বেও অগ্নিপথে নিয়োগ চেয়ে জমা পড়ল এত সংখ্যক আবেদন!

Last Updated:

Agnipath Air Force Recruitment Applications: অতীতের সর্বোচ্চ ৬,৩১,৫২৮ টি আবেদনের তুলনায় এবার ৭,৪৯,৮৯৯ টি আবেদন গৃহীত হয়েছে, জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী বা IAF৷

Indian Air Force
Indian Air Force
#নয়াদিল্লি: দেশ উত্তাল করা অগ্নিপথ বিক্ষোভের রেশ স্তিমিত হতেই প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য! এখনও পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী নতুন সামরিক নিয়োগ প্রকল্প অগ্নিপথের অধীনে সর্বাধিক সংখ্যক আবেদন পেয়েছে। অগ্নিপথে সেনাদের চার বছরের জন্য নিয়োগ করা হবে। পরে মাত্র ২৫ শতাংশ কর্মীদেরই তাঁদের কর্মক্ষমতার ভিত্তিতে বাহিনীতে নিযুক্ত করা হবে।
“অতীতের এক নিয়োগ চক্রে সর্বোচ্চ ৬,৩১,৫২৮ টি আবেদনের তুলনায় এবার ৭,৪৯,৮৯৯ টি আবেদন গৃহীত হয়েছে,” রেজিস্ট্রেশন শেষের পর ট্যুইটে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী বা IAF৷
advertisement
advertisement
অগ্নিপথের নিয়মানুযায়ী, যাঁদের বয়স সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে তাঁরাই অগ্নিবীর হওয়ার যোগ্য। সামরিক বাহিনীতে চাকরি প্রত্যাশীরা COVID-19 মহামারীর কারণে দুই বছর কোনও নিয়োগ না হওয়া এবার অগ্নিপথে আবেদনের চেষ্টা করার সুযোগ পেয়েছেন। বিক্ষোভ শুরু হওয়ার পর সরকার জুন মাসে এই প্রকল্পে বয়সের ঊর্ধ্বসীমা ২১ বছর থেকে বাড়িয়ে ২৩ করেছে।
advertisement
অগ্নিপথে আবেদনকারীদের একাংশ চার বছরের চাকরি শেষ হওয়ার পরে তাঁদের কী হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই উদ্বেগের প্রতিক্রিয়ায়, সরকার তাঁদের দুশ্চিন্তা দূর করার চেষ্টায় বিভিন্ন ঘোষণা এবং নির্দেশিকা জারি করেছে। চাকরির মেয়াদ ফুরিয়ে গেলে তাঁদের কাছে কোন কোন বিকল্প পথ খোলা থাকছে তা নিয়ে নানা বার্তা দিয়েছে কেন্দ্র সরকার।
advertisement
অনেক অগ্নিবীরই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীতে প্রবেশের যোগ্য হবেন। এতে বাহিনী এবং অগ্নিবীর দু’জনেই উপকৃত হবেন। কারণ অগ্নিবীরদের একবারে শুরু থেকে আর প্রশিক্ষণের প্রয়োজন পড়বে না।
বাংলা খবর/ খবর/দেশ/
Agnipath Recruitment Applications: ভাঙল রেকর্ড! বিক্ষোভ সত্বেও অগ্নিপথে নিয়োগ চেয়ে জমা পড়ল এত সংখ্যক আবেদন!
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement