Agnipath military recruitment scheme : অগ্নিপথ মিলিটারি স্কিম, শুধুমাত্র ৪ বছরের জন্য নিয়োগ হবে সেনাবাহিনীতে

Last Updated:

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এর অধীনে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শুধুমাত্র চার বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতে হবে।

#নয়াদিল্লি: মাত্র ৪ বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ! সরকারের ব্যয় কমাতে নয়া নিয়ম আনছে কেন্দ্র! সম্প্রতি ভারত সরকারের তরফে প্রতিরক্ষা বাহিনির জন্য চার বছর মেয়াদী একটি প্রকল্প চালু করা হতে চলেছে। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে অগ্নিপথ মিলিটারি স্কিম। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এর অধীনে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শুধুমাত্র চার বছরের জন্য প্রতিরক্ষা বাহিনীতে কাজ করতে হবে।
সূত্রের খবর অনুযায়ী, তিন সেনাবিভাগের প্রধান ১৪ জুন এক সাংবাদিক সম্মেলনে অগ্নিপথ মিলিটারি রিক্রুটমেন্ট স্কিমের সূচনা করবেন। সেনা প্রধানরা গত দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ তথ্য জানান।
advertisement
advertisement
এই প্রকল্পের আওতায় অগ্নিপথ রিক্রুটমেন্ট স্কিম স্বল্পমেয়াদের ভিত্তিতে আরও বেশি সংখ্যক সৈন্য অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে। ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্সের (Department of Military Affairs) পরিকল্পনায় ও পরিচালনায় এই স্কিমটি বাস্তবায়িত করা হবে। এই প্রকল্পের অধীনে প্রার্থীরা প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করবেন। তবে শুধুমাত্র চার বছরের জন্য তাঁদের কর্মধারা অব্যাহত থাকবে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এই স্কিমটির প্রধান লক্ষ্য হবে তরুণ প্রার্থীদের আরও বেশি করে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে উৎসাহিত করা।
advertisement
advertisement
তবে অনেকেই মনে করছেন এই প্রকল্পটি আসলে সরকারের ব্যয় হ্রাস এবং প্রতিরক্ষা বাহিনীতে কম বয়সীদের যোগাদান করানোর প্রচেষ্টার একটি অংশ। চার বছরের শেষে মোট সংখ্যার প্রায় ৮০ শতাংশ সৈন্য দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন এবং এতে আরও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন প্রতিরক্ষা কর্মকর্তারা।
advertisement
এর পরবর্তীতে বেশ কিছু কর্পোরেশনে এমন প্রশিক্ষিত এবং সুশৃঙ্খল যুবকদের চাহিদা তৈরি হবে যাঁরা একদা তাঁদের দেশের সেবা করেছেন। সশস্ত্র বাহিনীর প্রাথমিক অনুমান অনুযায়ী যদি ট্যুর অফ ডিউটি স্কিমের অধীনে এই কাজ সাফল্য পায় তবে প্রচুর সংখ্যক সেনাদের বেতন, ভাতা এবং পেনশনে হাজার হাজার কোটি টাকা সঞ্চয় হবে।
advertisement
এছাড়া নিয়োগপ্রাপ্ত যুবকদের মধ্যে যাঁরা অসাধারণ সাফল্য দেখাতে পারবেন, তাঁরা কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। সেনাবাহিনীর তরফে আরও জানানো হয়েছে যে, এই মডেলটি ভারতে চালু করার আগে ডিএমএ থেকে আটটি দেশে একই ধরনের নিয়োগের মডেল ভালো করে অধ্যয়ন করা হয়েছে। সেখানে এই মডেলের সাফল্যই তাদের অনুপ্রেরণা দিয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Agnipath military recruitment scheme : অগ্নিপথ মিলিটারি স্কিম, শুধুমাত্র ৪ বছরের জন্য নিয়োগ হবে সেনাবাহিনীতে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement