Out of the Box Course: IIT Madras-এ পড়ার সুযোগ রয়েছে, কীভাবে করবেন আবেদন? জানুন

Last Updated:

আপাতত অনলাইন মোডেই এই কোর্সটি প্রোভাইড করা হবে। ভারত ছাড়াও বাইরের দেশের শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন।

#নয়াদিল্লি: মাদ্রাজের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (Indian Institute of Technology) সম্প্রতি অঙ্কের ওপর এক নতুন কোর্স চালু করার কথা ঘোষণা করেছে। কোর্সের নাম দেওয়া হয়েছে 'আউট অফ দ্য বক্স থিঙ্কিং' (Out of the Box Thinking)। আপাতত অনলাইন মোডেই এই কোর্সটি প্রোভাইড করা হবে। ভারত ছাড়াও বাইরের দেশের শিক্ষার্থীরাও এতে অংশ নিতে পারবেন।
ইনস্টিটিউটের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে কোর্সের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে আগামী ২৪ জুন, ২০২২ থেকে। কোর্সের প্রথম ব্যাচ ১ জুলাই, ২০২২ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন-
https://www.pravartak.org .in/out-of-box-thinking.html
advertisement
আইআইটি মাদ্রাজ প্রবর্তক টেকনোলজিস ফাউন্ডেশনের আটটি কোম্পানির সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার্থীদের এই কোর্সগুলি অফার করা হচ্ছে। যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন তাঁদের পরীক্ষার ফি বাবদ নামমাত্র মূল্যে সার্টিফিকেটও দেওয়া হবে।
advertisement
চূড়ান্ত পর্বের পরীক্ষা ভারত জুড়ে নির্বাচিত শহরের কেন্দ্রগুলিতে পরিচালিত হবে। ইনস্টিটিউট এই কোর্সের মাধ্যমে কর্মরত প্রফেশনাল এবং গবেষকদের পাশাপাশি প্রায় এক মিলিয়ন স্কুল এবং কলেজ শিক্ষার্থীদেরও আহ্বান জানিয়েছে। সম্পূর্ণ কোর্সটি মোট ৪টি স্বাধীন গ্রেডে ভাগ করা থাকবে। শিক্ষার্থীরা নিজেদের সুবিধে মতো এতে অংশ নিতে পারবেন।
advertisement
এই ধরনের কোর্সের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে, আইআইটি মাদ্রাজের ডিরেক্টর প্রফেসর ভি. কামকোটি (V. Kamakoti) বলেছেন, “এটি ভারতে প্রথম এই ধরনের ইন্টারেস্টিং অনলাইন কোর্স হতে চলেছে এবং আগামী দিনে এটি ভারতে বেশ বড় প্রভাব ফেলবে৷ আমরা আগামী কয়েক বছরে এই কোর্স সম্পর্কিত নানা প্রভাব বিশ্লেষণ এবং পরীক্ষা করে দেখতে থাকব। কোর্সটি আপাতত বিনামূল্যে প্রদান হচ্ছে। এই কোর্সটি স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের বিশেষ করে ভারতের গ্রামীণ অঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীদের ব্যাপক ভাবে উপকার করবে।”
advertisement
প্রফেসর কামকোটি আরও বলেছেন যে, “আউট অফ দ্য বক্স আসলে সৃজনশীল পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য ডিজাইন করা হয়েছে। হঠাৎ করে দেখলে যা আপাত ভাবে কঠিন মনে হয়, সাধারণ বুদ্ধিতে যা বোধগম্য বা সমাধান যোগ্য নয়, তা নানা ধরনের সৃজনশীল পদ্ধতির মাধ্যমে সম্ভব। এই কোর্সের মাধ্যমে ম্যাথমেটিক্সের জানা এবং অজানা তথ্যগুলিকে যুক্তিযুক্তভাবে কীভাবে ব্যবহার করা সম্ভব তা শেখানো হবে।"
advertisement
তিনি জানিয়েছেন, “এই কোর্সটি সমস্যা সমাধানের জন্য একাধিক পন্থা উপস্থাপন করার মতো সৃজনশীল মনোভাব গড়ে তোলার চেষ্টা করবে। আমরা আসলে বোঝাতে চাই গণিতের সীমারেখা কেবল গুটিকয়েকের হাতে আবদ্ধ নয়, সাধারণ কিছু বুদ্ধি প্রয়োগে যে কোনও সমস্যা সমাধান করা সম্ভব।”
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Out of the Box Course: IIT Madras-এ পড়ার সুযোগ রয়েছে, কীভাবে করবেন আবেদন? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement