Accident-Crime: ঝড়ের গতিতে এসে উড়িয়ে দিল ৪ পথচারীকে! এবারে কানপুরের ১৫ বছরের চিকিৎসক-পুত্রের বেসামাল গতিতে ভয়ঙ্কর দুর্ঘটনা

Last Updated:

Accident-Crime: ১৫ বছর বয়সী কিশোরের গাড়ির বেসামাল গতিতে দুর্ঘটনার কবলে চার। এ বারে ঘটনাস্থল উত্তরপ্রদেশের কানপুর। তবে এ ক্ষেত্রে অভিযোগ আরও গুরুতর। এই কিশোরের বিরুদ্ধে আগেও গাড়ি চাপা দিয়ে দুই পথচারীকে পিষে দেওয়ার অভিযোগ রয়েছে।

কানপুরে ৪ জনকে পিষে দিল গাড়ি।
কানপুরে ৪ জনকে পিষে দিল গাড়ি।
কানপুরঃ পুণের পোর্শে-কাণ্ডে তোলপাড় গোটা দেশ। দুই ইঞ্জিনিয়রকে বেসামাল গাড়ির ধাক্কায় পিষে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সেই সময়ই আরও এক কাণ্ড ঘটে গেল, মঙ্গলবার ১৫ বছর বয়সী কিশোরের গাড়ির বেসামাল গতিতে দুর্ঘটনার কবলে চার। এ বারে ঘটনাস্থল উত্তরপ্রদেশের কানপুর। তবে এ ক্ষেত্রে অভিযোগ আরও গুরুতর। এই কিশোরের বিরুদ্ধে আগেও গাড়ি চাপা দিয়ে দুই পথচারীকে পিষে দেওয়ার অভিযোগ রয়েছে। সেই ঘটনা ঘটেছিল ২০২৩ সালের অক্টোবর মাসে। ইতিমধ্যেই অভিযোগকারী ওই কিশোরকে হেফাজতে নিয়ে বুধবার একটি জুভেনাইল হোমে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কিশোর কানপুরের এক বিশিষ্ট চিকিৎসকের ছেলে। তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে এবং ছ-মাসের পুরনো মামলা রি-অপেন করা হয়েছে। দুটি দুর্ঘটনার জন্য তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ওই কিশোর গাড়ি চালাচ্ছিল। সেই সময় চারজনকে ধাক্কা মারে, যারা আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার পরে যদিও ছেড়ে দেওয়া হয়েছে। ১৫ বছরের ওই কিশোরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৮ (বেপরোয়া গাড়ি চালানো) ধারায় মামলা রুজু করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ হোমস্টে ঘিরে পাহাড়-ফুলের মেলা, গরমের ছুটিতে ঘুরে আসুন একেবারে অচেনা পাহাড়ি এই গ্রামে, মুগ্ধ হবেন
কানপুর সিটি কমিশনার অখিল কুমার বলেন, গত বছর অক্টোবরে আরও সাংঘাতিক কাণ্ড ঘটয়েছিল এই কিশোর। সেই সময় দুই পথচারীর মৃত্যু হয়। মারাত্মক দুর্ঘটনার সঙ্গে জড়িত হওয়া সত্ত্বেও কিশোরকে ফের কীভাবে গাড়ি চালাতে দিলেন তার চিকিৎসক বাবা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের সমালোচনায় শামিল হয়েছেন অনেকেই। পুলিশ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যখন দুর্ঘটনা ঘটে, তখন সে গঙ্গা ব্যারেজে যাচ্ছিল। গাড়ির গতি অত্যধিক বেশি থাকায় বেসামাল হয়ে দুই পথচারী সাগর নিষাদ এবং আশিস রাম চরণকে ধাক্কা মারে, মৃত্যু হয় তাঁদের।
advertisement
advertisement
অতিরিক্ত পুলিশ কমিশনার (আইনশৃঙ্খলা) হরিশ চন্দ্র জানিয়েছেন, ওই কিশোরের বিরুদ্ধে এর আগে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ এ ধারায় (অনিচ্ছাকৃত খুনের মতো অবহেলার কারণে কোনও ব্যক্তির মৃত্যু ঘটানো) অভিযোগ দায়ের হয়েছিল, পরে ধারা পরিবর্তন করে ৩০৪ (অনিচ্ছাকৃত হত্যা) করা হয়।
প্রসঙ্গত, রবিবার পুণেতে ১৭ বছর বয়সী কিশোর পোর্শে গাড়ি নিয়ে ধাক্কা মারে একটি মোটরবাইকে। বেসামাল গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ২৪ বছর বয়সী দুই ইঞ্জিনিয়রের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই কিশোর চূড়ান্ত মদ্যপ অবস্থায় ছিল। এই মামলায় ইতিমধ্যেই অভিযুক্তের বাবাকে গ্রেফতার করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ককে মদ পরিবেশনের দায়ে বারের মালিক ও ম্যানেজারকেও গ্রেফতার হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Accident-Crime: ঝড়ের গতিতে এসে উড়িয়ে দিল ৪ পথচারীকে! এবারে কানপুরের ১৫ বছরের চিকিৎসক-পুত্রের বেসামাল গতিতে ভয়ঙ্কর দুর্ঘটনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement