Delhi Shraddha Walkar murder: প্রথমে লিভার এবং পাকস্থলী বের করেছিল, শ্রদ্ধাকে কীভাবে হত্যা? সেই ফ্ল্যাটেই পুলিশকে দেখালো আফতাব

Last Updated:

আফতাবের প্রতি প্রবল টানের কারণেই অত্যাচার, মারধর সত্ত্বেও তাঁকে ছেড়ে যেতে চাননি শ্রদ্ধা৷

শ্রদ্ধার দেহাংশ রাখার জন্য নতুন ফ্রিজও কিনেছিল আফতাব৷
শ্রদ্ধার দেহাংশ রাখার জন্য নতুন ফ্রিজও কিনেছিল আফতাব৷
#দিল্লি: কীভাবে শ্রদ্ধাকে খুন করে দেহ টুকরো টুকরো করে লোপাট করেছিল আফতাব? তা জানতেই গত সোমবার তাকে দক্ষিণ দিল্লির ওই ফ্ল্যাটে নিয়ে যায় দিল্লি পুলিশ৷ আর সেখানেই পুলিশের সামনে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছে আফতাব৷ নৃশংসতার সেই বিবরণ শুনলে শিউরে উঠবেন যে কেউ!
গত ১৮ মে শ্রদ্ধাকে খুন করে আফতাব৷ পুলিশকে সে জানিয়েছে, খুনের পর প্রথমে শ্রদ্ধার লিভার এবং পাকস্থলী শরীর থেকে বের করে নেয় আফতাব৷
আরও পড়ুন: 'বিশ্বাসঘাতকতা ঠিক নয়', প্রেমিকার গলা কাটা দেহের পাশে বসে বলল প্রেমিক! এবার মধ্যপ্রদেশে নৃশংসতা
advertisement
পুলিশকে আফতাব জানিয়েছে, গত ১৮ মে শ্রদ্ধার সঙ্গে প্রবল বাদানুবাদ হয় তার৷ তখনই শ্রদ্ধাকে মারধর করতে শুরু করে সে৷ যার জেরে সংজ্ঞাহীন হয়ে পড়েন শ্রদ্ধা৷ প্রেমিকা সংজ্ঞাহীন হয়ে পড়তেই তাঁর বুকের উপরে চেপে বসে তাঁকে শ্বাসরোধ করতে শুরু করে আফতাব৷
advertisement
শ্বাসরোধ করে শ্রদ্ধাকে খুন করার পর তাঁর দেহ টুকরো টুকরো করতে শুরু করে আফতাব৷ শ্রদ্ধার দেহ প্লাস্টিক ব্যাগে ভরে রাখার জন্য একটি তিনশো লিটারের ফ্রিজও কেনে সে৷ এর পর ধাপে ধাপে পরবর্তী ১৬ দিনে দিল্লির কাছেই একটি জঙ্গলে ঘেরা এলাকায় শ্রদ্ধার দেহাংশ ফেলে দিয়ে আসে আফতাব৷
প্রেমিকার উপরে আফতাব কীভাবে এতটা নৃশংস হলেন, তা ভেবেই স্তম্ভিত হয়ে যাচ্ছেন সবাই৷ কারণ, আফতাবের প্রতি প্রবল টানের কারণেই অত্যাচার, মারধর সত্ত্বেও তাঁকে ছেড়ে যেতে চাননি শ্রদ্ধা৷ সম্পর্কে পরিবারের আপত্তি থাকায় মহারাষ্ট্র থেকে আফতাবের সঙ্গে দিল্লিতে চলে আসেন শ্রদ্ধা৷
advertisement
শ্রদ্ধাকে খুনের পর ফ্ল্যাট এবং ফ্রিজ পরিষ্কার করার জন্য আগে থেকেই হাইপোক্লোরিক অ্যাসিড কিনে রেখেছিল আফতাব৷ যে কারণে ফরেন্সিক পরীক্ষার সময় ওই ফ্ল্যাটে রক্তের কোনও দাগ পাওয়া যায়নি৷
advertisement
তদন্তে আরও অগ্রগতির জন্য আজই আফতাবের ল্যাপটপ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করবে পুলিশ৷ আফতাবের কয়েকজন বন্ধুর বয়ানও রেকর্ড করা হবে৷
মেয়ের সঙ্গে কয়েকমাস যোগাযোগ করতে না পেরে আফতাবের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন শ্রদ্ধার বাবা৷ এর পরেই গত শনিবার আফতাবকে গ্রেফতার করে পুলিশ৷ তার পরেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Shraddha Walkar murder: প্রথমে লিভার এবং পাকস্থলী বের করেছিল, শ্রদ্ধাকে কীভাবে হত্যা? সেই ফ্ল্যাটেই পুলিশকে দেখালো আফতাব
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement