Delhi Shraddha Walkar murder: প্রথমে লিভার এবং পাকস্থলী বের করেছিল, শ্রদ্ধাকে কীভাবে হত্যা? সেই ফ্ল্যাটেই পুলিশকে দেখালো আফতাব
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আফতাবের প্রতি প্রবল টানের কারণেই অত্যাচার, মারধর সত্ত্বেও তাঁকে ছেড়ে যেতে চাননি শ্রদ্ধা৷
#দিল্লি: কীভাবে শ্রদ্ধাকে খুন করে দেহ টুকরো টুকরো করে লোপাট করেছিল আফতাব? তা জানতেই গত সোমবার তাকে দক্ষিণ দিল্লির ওই ফ্ল্যাটে নিয়ে যায় দিল্লি পুলিশ৷ আর সেখানেই পুলিশের সামনে চাঞ্চল্যকর স্বীকারোক্তি করেছে আফতাব৷ নৃশংসতার সেই বিবরণ শুনলে শিউরে উঠবেন যে কেউ!
গত ১৮ মে শ্রদ্ধাকে খুন করে আফতাব৷ পুলিশকে সে জানিয়েছে, খুনের পর প্রথমে শ্রদ্ধার লিভার এবং পাকস্থলী শরীর থেকে বের করে নেয় আফতাব৷
আরও পড়ুন: 'বিশ্বাসঘাতকতা ঠিক নয়', প্রেমিকার গলা কাটা দেহের পাশে বসে বলল প্রেমিক! এবার মধ্যপ্রদেশে নৃশংসতা
advertisement
পুলিশকে আফতাব জানিয়েছে, গত ১৮ মে শ্রদ্ধার সঙ্গে প্রবল বাদানুবাদ হয় তার৷ তখনই শ্রদ্ধাকে মারধর করতে শুরু করে সে৷ যার জেরে সংজ্ঞাহীন হয়ে পড়েন শ্রদ্ধা৷ প্রেমিকা সংজ্ঞাহীন হয়ে পড়তেই তাঁর বুকের উপরে চেপে বসে তাঁকে শ্বাসরোধ করতে শুরু করে আফতাব৷
advertisement
শ্বাসরোধ করে শ্রদ্ধাকে খুন করার পর তাঁর দেহ টুকরো টুকরো করতে শুরু করে আফতাব৷ শ্রদ্ধার দেহ প্লাস্টিক ব্যাগে ভরে রাখার জন্য একটি তিনশো লিটারের ফ্রিজও কেনে সে৷ এর পর ধাপে ধাপে পরবর্তী ১৬ দিনে দিল্লির কাছেই একটি জঙ্গলে ঘেরা এলাকায় শ্রদ্ধার দেহাংশ ফেলে দিয়ে আসে আফতাব৷
প্রেমিকার উপরে আফতাব কীভাবে এতটা নৃশংস হলেন, তা ভেবেই স্তম্ভিত হয়ে যাচ্ছেন সবাই৷ কারণ, আফতাবের প্রতি প্রবল টানের কারণেই অত্যাচার, মারধর সত্ত্বেও তাঁকে ছেড়ে যেতে চাননি শ্রদ্ধা৷ সম্পর্কে পরিবারের আপত্তি থাকায় মহারাষ্ট্র থেকে আফতাবের সঙ্গে দিল্লিতে চলে আসেন শ্রদ্ধা৷
advertisement
শ্রদ্ধাকে খুনের পর ফ্ল্যাট এবং ফ্রিজ পরিষ্কার করার জন্য আগে থেকেই হাইপোক্লোরিক অ্যাসিড কিনে রেখেছিল আফতাব৷ যে কারণে ফরেন্সিক পরীক্ষার সময় ওই ফ্ল্যাটে রক্তের কোনও দাগ পাওয়া যায়নি৷
advertisement
তদন্তে আরও অগ্রগতির জন্য আজই আফতাবের ল্যাপটপ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করবে পুলিশ৷ আফতাবের কয়েকজন বন্ধুর বয়ানও রেকর্ড করা হবে৷
মেয়ের সঙ্গে কয়েকমাস যোগাযোগ করতে না পেরে আফতাবের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন শ্রদ্ধার বাবা৷ এর পরেই গত শনিবার আফতাবকে গ্রেফতার করে পুলিশ৷ তার পরেই এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে৷
Location :
First Published :
November 16, 2022 2:04 PM IST