Kolkata Police: আইনি সাহায্য নিতে থানায় এসেছিলেন গৃহবধূ, বাড়ি গিয়ে তাঁকেই কুপ্রস্তাব সাব ইন্সপেক্টরের

Last Updated:

দিন কয়েক আগে ওই গৃহবধূ গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে কী ধরনের আইনি সাহায্য পাওয়া যায় তা জানতে হরিদেবপুর থানায় যান৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: গার্হস্থ্য হিংসার শিকার হয়ে আইনি সাহায্য নিতে থানায় এসেছিলেন গৃহবধূ৷ সেই সুযোগে বাড়ির ঠিকানা, ফোন নম্বর জেনে নিয়ে ওই বধূকেই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে৷ হরিদেবপুর থানার অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে৷
জানা গিয়েছে, দিন কয়েক আগে ওই গৃহবধূ গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে কী ধরনের আইনি সাহায্য পাওয়া যায় তা জানতে হরিদেবপুর থানায় যান৷ সেই সময় আইনুল হক নামে এক সাব ইনস্পেক্টরের সঙ্গে কথা হয় ওই গৃহবধূর৷ তখনই ওই মহিলার থেকে তাঁর বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর জেনে নেন ওই সাব ইন্সপেক্টর৷
advertisement
advertisement
অভিযোগ, ঠিকানা এবং ফোন নম্বর জেনে নিয়ে সোমবার রাতে ওই গৃহবধূর বাড়িতে পৌঁছে যান অভিযুক্ত সাব ইন্সপেক্টর৷ বাড়িতে গিয়ে ওই মহিলাকে তিনি কুপ্রস্তাব দেন বলে অভিযোগ৷ এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে বিষয়টি কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন করে জানান ওই গৃহবধূ৷ গতকাল অভিযুক্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি৷
advertisement
গৃহবধূর অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় লালবাজার৷ সাসপেন্ড করা হয় অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে৷ পুলিশ সূত্রের খবর, থানায় কিছু না জানিয়েই সরাসরি ওই গৃহবধূর বাড়িতে চলে যান ওই সাব ইন্সপেক্টর৷ তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: আইনি সাহায্য নিতে থানায় এসেছিলেন গৃহবধূ, বাড়ি গিয়ে তাঁকেই কুপ্রস্তাব সাব ইন্সপেক্টরের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement