Kolkata Police: আইনি সাহায্য নিতে থানায় এসেছিলেন গৃহবধূ, বাড়ি গিয়ে তাঁকেই কুপ্রস্তাব সাব ইন্সপেক্টরের

Last Updated:

দিন কয়েক আগে ওই গৃহবধূ গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে কী ধরনের আইনি সাহায্য পাওয়া যায় তা জানতে হরিদেবপুর থানায় যান৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: গার্হস্থ্য হিংসার শিকার হয়ে আইনি সাহায্য নিতে থানায় এসেছিলেন গৃহবধূ৷ সেই সুযোগে বাড়ির ঠিকানা, ফোন নম্বর জেনে নিয়ে ওই বধূকেই কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে৷ হরিদেবপুর থানার অভিযুক্ত ওই সাব ইন্সপেক্টরকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে৷
জানা গিয়েছে, দিন কয়েক আগে ওই গৃহবধূ গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে কী ধরনের আইনি সাহায্য পাওয়া যায় তা জানতে হরিদেবপুর থানায় যান৷ সেই সময় আইনুল হক নামে এক সাব ইনস্পেক্টরের সঙ্গে কথা হয় ওই গৃহবধূর৷ তখনই ওই মহিলার থেকে তাঁর বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর জেনে নেন ওই সাব ইন্সপেক্টর৷
advertisement
advertisement
অভিযোগ, ঠিকানা এবং ফোন নম্বর জেনে নিয়ে সোমবার রাতে ওই গৃহবধূর বাড়িতে পৌঁছে যান অভিযুক্ত সাব ইন্সপেক্টর৷ বাড়িতে গিয়ে ওই মহিলাকে তিনি কুপ্রস্তাব দেন বলে অভিযোগ৷ এই ঘটনার পরই সঙ্গে সঙ্গে বিষয়টি কলকাতা পুলিশের ১০০ ডায়ালে ফোন করে জানান ওই গৃহবধূ৷ গতকাল অভিযুক্ত সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি৷
advertisement
গৃহবধূর অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় লালবাজার৷ সাসপেন্ড করা হয় অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে৷ পুলিশ সূত্রের খবর, থানায় কিছু না জানিয়েই সরাসরি ওই গৃহবধূর বাড়িতে চলে যান ওই সাব ইন্সপেক্টর৷ তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হলে ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police: আইনি সাহায্য নিতে থানায় এসেছিলেন গৃহবধূ, বাড়ি গিয়ে তাঁকেই কুপ্রস্তাব সাব ইন্সপেক্টরের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement