Madhya Pradesh Murder: 'বিশ্বাসঘাতকতা ঠিক নয়', প্রেমিকার গলা কাটা দেহের পাশে বসে বলল প্রেমিক! এবার মধ্যপ্রদেশে নৃশংসতা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
একটি ভিডিওতে অভিজিৎকে আবার শিল্পার উদ্দেশে বলতে শোনা গিয়েছে, 'বাবু, এর পর স্বর্গে আমাদের দেখা হবে৷'
#জবলপুর: দিল্লিতে প্রেমিকাকে খুন করে দেহ ৩৫ টুকরো করার ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ৷ এবার এরকমই আরও একটি নৃশংসতার ঘটনা সামনে এলো৷ মধ্যপ্রদেশের জব্বলপুরে৷ প্রেমিকার গলা কেটে খুনের পর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল এক ব্যক্তি৷
অভিযুক্তের দাবি, প্রেমিকার বিশ্বাসভঙ্গের শাস্তি দিয়েছে সে৷ যদিও এখনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ৷ অভিযুক্ত ওই ব্যক্তির নাম অভিজিৎ পতিদার৷ নিহত মহিলার নাম শিল্পা ঝাড়িয়া৷ এই খুনের ঘটনা বেশ কয়েকদিন আগে ঘটে বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷
ভাইরাল হওয়া ওই ভিডিওতে অভিজিৎ-কে প্রথমে বলতে শোনা যায়, 'বিশ্বাসঘাতকতা করা ঠিক নয়৷' এর পরেই নিজের পাশে বিছানায় পড়ে থাকা শিল্পার শরীরের উপর থেকে কম্বল সরিয়ে দেয় অভিযুক্ত৷ দেখা যায় গলা কাটা অবস্থায় পড়ে রয়েছেন ওই মহিলা৷
advertisement
advertisement
অন্য একটি ভিডিও-তে নিজেকে পটনার ব্যবসায়ী বলে পরিচয় দিয়ে অভিজিৎকে বলতে শোনা যায়, জিতেন্দ্র কুমার নামে তার ব্যবসায়িক পার্টনারের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে ছিলেন শিল্পা৷
অভিজিতের দাবি, শিল্পা জিতেন্দ্রর থেকে প্রায় ১২ লক্ষ টাকা ধার করেছিলেন৷ এর পরে জবলপুরে পালিয়ে আসেন তিনি৷ জিতেন্দ্রর কথাতেই সে ২৫ বছর বয়সি শিল্পাকে খুন করেছে বলে দাবি করেছে অভিজিৎ৷
advertisement
তৃতীয় একটি ভিডিওতে অভিজিৎকে আবার শিল্পার উদ্দেশে বলতে শোনা গিয়েছে, 'বাবু, এর পর স্বর্গে আমাদের দেখা হবে৷'
পুলিশ জানিয়েছে, পটনায় জিতেন্দ্রর বাড়িতে প্রায় এক মাস ছিল অভিজিৎ৷ তার খোঁজে মধ্যপ্রদেশ ছাড়াও বিহার, মহারাষ্ট্র এবং গুজরাতে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ জানা গিয়েছে, গত ৬ নভেম্বর জবলপুরের একটি রিসর্টে ঘর বুক করেছিল অভিজিৎ৷
advertisement
ওই রিসর্টের সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ৬ নভেম্বর প্রথমে একাই রিসর্টের ঘরে আসেন অভিজিৎ৷ পরের দিন এক মহিলা তার সঙ্গে দেখা করতে আসেন৷ এর পর দু' জনে খাবারও অর্ডার করেন৷ তার ঘণ্টাখানেক পরেই ঘর বন্ধ করে একাই বেরিয়ে যান অভিজিৎ৷ ৮ নভেম্বর ঘরের দরজা ভেঙে মহিলার দেহ পড়ে থাকতে দেখে রিসর্ট কর্তৃপক্ষ৷
Location :
First Published :
November 16, 2022 9:50 AM IST