রক্তস্রোত মোছার জন্য গুগল-সন্ধান, প্রেমিকার দেহ খণ্ডিত করার জন্য অ্যানাটমির তথ্য, আফতাবের নৃশংসতা ভয়াবহ

Last Updated:

Delhi Murder : তার গুগল সার্চ হিস্ট্রি চেক করে জানা যাচ্ছে আরও ভয়ঙ্কর তথ্য

তার গুগল সার্চ হিস্ট্রি চেক করে জানা যাচ্ছে আরও ভয়ঙ্কর তথ্য
তার গুগল সার্চ হিস্ট্রি চেক করে জানা যাচ্ছে আরও ভয়ঙ্কর তথ্য
মেহরৌলি : দিল্লির মেহরৌলির হত্যাকাণ্ড ঘিরে প্রকাশ্যে আসছে একের পর এক নৃশংস বিবরণ৷ পুলিশের দাবি, অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা আমেরিকান ক্রাইম শো ‘ডেক্সটার’ দেখে পরিকল্পনা করেছিল কীভাবে তার লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করবে৷ তার গুগল সার্চ হিস্ট্রি চেক করে জানা যাচ্ছে আরও ভয়ঙ্কর তথ্য৷ সেখানে নিয়মিত সে জানতে চাইত হিউম্যান অ্যানাটমি নিয়ে৷ খুঁজত রক্ত মোছার উপায়৷ ডেক্সটার ছাড়াও দেখত অন্য ক্রাইম সিরিজ৷ পুলিশকে সে জানিয়েছে অ্যানাটমি নিয়ে পড়াশোনা তাকে সাহায্য করেছে সঙ্গিনীর দেহ ৩৫ টুকরোতে খণ্ড করতে!
পুলিশের দাবি, ২৮ বছর বয়সি শ্রদ্ধাকে ৬ মাস আগে নৃশংসভাবে হত্যা করা হয়৷ তার পর তাঁর নিথর দেহ ৩৫ টুকরোতে কেটে ছড়িয়ে দেওয়া হয় দিল্লির নানা প্রান্তে৷ হত্যাকাণ্ডের কিনারা করে অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে সোমবার৷ একটি ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয় আফতাব এবং শ্রদ্ধার৷ প্রথমে তারা তিন বছর মুম্বইয়ে লিভ ইন করে৷ তার পর চলে আসে দিল্লিতে৷ পুলিশকে অভিযুক্ত আফতাব জানিয়েছে দিল্লিতে আসার পরই শ্রদ্ধা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল৷ এই নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত৷ গত ১৮ মে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়৷ পুলিশের দাবি সেদিন আফতাব শ্বাসরোধ করে হত্যা করে শ্রদ্ধাকে৷ তার পর তাঁর দেহ ৩৫ টি টুকরোতে খণ্ড করে৷ ওই দেহাংশ রাখার জন্য বড় রেফ্রিজারেটর কেনে আফতাব৷ গন্ধ আড়াল করার জন্য ব্যবহার করে ধূপকাঠি৷
advertisement
আরও পড়ুন : জেলে কম্বল গায়ে শুয়ে দিল্লির খুনে প্রেমিক, সামনে এলো সিসিটিভি ফুটেজ
আফতাবের সঙ্গে লিভ ইন করার সিদ্ধান্তে মত ছিল না শ্রদ্ধার বাড়ির লোকদের৷ তাঁরা সামাজিক মাধ্যম থেকে মেয়ের আপডেট পেতেন পরিজনরা৷ কারণ আফতাবের সঙ্গে তাঁর সম্পর্ক মেনে না নেওয়ায় বাড়ির লোকের সঙ্গে শ্রদ্ধা বিশেষ যোগাযোগ রাখতেন না৷ সামাজিক মাধ্যমে অনেক দিন শ্রদ্ধার অনুপস্থিতিতে সন্দেহ হয় তাঁর বাড়ির লোকের৷ এর পরই ক্রমশ প্রকাশ্যে আসে ভয়াবহ এই হত্যাকাণ্ড৷
advertisement
advertisement
আরও পড়ুন :  নিথর দেহ পুঁতে সেই জমি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে বসবাস ৪ বছর, যুবকের হত্যাকাণ্ডে ধৃত স্ত্রী ও তাঁর প্রেমিক
তদন্ত শুরু করে পুলিশ জানতে পেরেছে বাড়ির কাছে জঙ্গুলে এলাকায় রোজ একটি করে টুকরো ফেলে আসত আফতাব৷ রাত দুটো বাজলে বেরিয়ে পড়ত সে৷ নিজে পৈশাচিক কীর্তির প্রমাণ লোপ করতে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রক্তস্রোত মোছার জন্য গুগল-সন্ধান, প্রেমিকার দেহ খণ্ডিত করার জন্য অ্যানাটমির তথ্য, আফতাবের নৃশংসতা ভয়াবহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement