Accident: মাত্র ৪ মাস আগেই পান সরকারি চাকরি! বেপরোয়া বাসের ধাক্কায় মৃত মহিলা শিক্ষিকা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Accident: কপাল একেই বলে। মাত্র কয়েক মাস আগেই চাকরি পেয়েছিলেন মহিলা। স্কুটি করে স্কুলে আসার সময় বাসের ধাক্কায় শেষ সব স্বপ্ন, বিস্তারিত জানুন...
নূহ: হরিয়ানার নূহ জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ফিরোজপুর মেও স্কুলে পড়াতে যাওয়ার সময় এক মহিলা শিক্ষিকাকে দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়। এই ভয়াবহ দুর্ঘটনায় শিক্ষিকার ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় লোকজন জড়ো হন।
৪ মাস আগে নির্বাচিত হয়েছিলেন টিজিটি শিক্ষক হিসেবে
advertisement
ফিরোজপুর মেও স্কুলের প্রধান শিক্ষক জাহিদ হুসেন জানিয়েছেন যে নিহত শিক্ষিকা মণীষা (২৫) নূহ জেলার গাঙ্গোলি গ্রামের বাসিন্দা ছিলেন। মাত্র ৪ মাস আগেই তিনি টিজিটি সায়েন্স শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং প্রতিদিন নিজের গ্রাম থেকে স্কুলে যাতায়াত করতেন।
advertisement
রং সাইড থেকে আসা গাড়ির ধাক্কা
শুক্রবার সকালে যখন মণীষা নিজের স্কুটিতে করে স্কুলে যাচ্ছিলেন, তখন টোঙ্কা গ্রামের কাছে হঠাৎই রং সাইড থেকে আসা একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দেয়।
গুরুতর চোট পেয়ে মৃত্যু
এই ধাক্কায় মণীষার মাথায় মারাত্মক চোট লাগে, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।
advertisement
ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যে, পুলিশ গাড়ির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2025 11:58 PM IST

