মারাত্মক দুর্ঘটনা মণিপুরে, স্কুল বাসের দুর্ঘটনায় বহু স্কুল পড়ুয়ার মৃত্যুর শঙ্কা, চলছে উদ্ধারকাজ
- Published by:Uddalak B
Last Updated:
দুর্ঘটনাটি ঘটে লোংসাই তুবুং গ্রামে৷ সেখানেই ১০ পড়ুয়ার মৃত্যুর খবর এসেছে৷
#মণিপুর: মণিপুরের নোনে জেলায় ঘটে যাওয়া এক মারাত্মক দুর্ঘটনায় বহু পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে৷ থামবালনু হাইস্কুলের একটি পড়ুয়া বোঝাই বাস এ দিন দুর্ঘটনায় মুখে পড়ে৷ খৌপুমে একটি স্টাডি ট্যুরে যাচ্ছিল এই পড়ুয়াদের দলটি৷ সেই সময়ে এই দুর্ঘটনাটি ঘটে লোংসাই তুবুং গ্রামে৷ সেখানেই ১৫ পড়ুয়ার মৃত্যুর খবর এসেছে৷
এই ঘটনাটি ঘটেছে বুধবার সকালে৷ বাসটি আসছিল বিষ্ণুপুর থেকে খৌপমের দিকে৷ যে রাস্তাটি ছিল তনজেই মারিল রোড বা ওল্ড কেচার রোড নামে পরিচিত, সেখানেই দুর্ঘটনা ঘটে৷ মণিপুরের ননে জেলার জৌজাংটেক গ্রামের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় প্রাথমিক ভাবে উদ্ধার করতে এগিয়ে আসেন সাধারণ মানুষেরা৷
আরও পড়ুন: করোনা বিধি না মানলে বন্ধ ভারত জোড়ো যাত্রা! রাহুল গান্ধিকে চিঠি স্বাস্থ্য় মন্ত্রী মাণ্ডব্য়র
advertisement
advertisement
আরও পড়ুন: দিল্লিতে গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করলেন শুভেন্দু-সুকান্ত, আবাস যোজনার ১৭ দফা গাইডলাইন আজ প্রকাশ্যে আনবেন শুভেন্দু
ভিডিওতে দেখা গিয়েছে, কী ভাবে উল্টে পড়ে আছে বাসটি৷ কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে পুরো বাসটিই৷ প্রাথমিক উদ্ধার কাজের পর বলা হয়েছে, সেখানে আপাতত ১০ জনের মৃত্যুর খবর এসেছে৷
সূত্রের খবর, দু’টি বাস এই রাস্তা দিয়ে যাচ্ছিল একটি স্টাডি ট্যুরে৷ সেই স্টাডি ট্যুর ছিল খৌপম ভ্যালিতে৷ এরা সকলেই থামবালনু হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়া৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ চলে যাওয়ার জন্যই বাসটি উল্টে পড়ে রাস্তার উপর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2022 2:18 PM IST