Abhishek Banerjee: স*ন্ত্রাসবাদের হয়ে প্রচারে সিঙ্গাপুরে অভিষেক, রামকৃষ্ণ মিশনে গেলেন তৃণমূল সাংসদ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: সর্বদলীয় সাংসদদের বিদেশ সফরে ভারতের ভূমিকার প্রচারে সিঙ্গাপুরেও গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক। সিঙ্গাপুরে গিয়ে সেখানের রামকৃষ্ণ মিশনে ভ্রমণ করেন অভিষেক।
সিঙ্গাপুর: পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রচারে এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করছে ভারতের সর্বদলীয় সাংসদদের প্রতিনিধি দল। এর মধ্যে একটি দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এশিয়ার বিভিন্ন দেশে অপারেশন সিঁদুরের সাফল্য এবং ভারত পাকিস্তানের সংঘাতে জঙ্গিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে তার প্রচার করছেন তাঁরা।
এই সফরে ভারতের ভূমিকার প্রচারে সিঙ্গাপুরেও গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক। সিঙ্গাপুরে গিয়ে সেখানের রামকৃষ্ণ মিশনে ভ্রমণ করেন অভিষেক। রামকৃষ্ণ, সারদা এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচারিত হয়েছে সিঙ্গাপুরের মাটিতেও। সেখানে গিয়ে মহারাজদের সঙ্গে দেখা করেন অভিষেক।
advertisement
advertisement
এই নিয়ে তৃণমূলের অফিশিয়াল এক্স প্রোফাইল থেকে টুইট করা হয়। পাশাপাশি বিচার এবং শান্তির বার্তাও দেওয়া হয়। বিভিন্ন দেশে ঘুরে যেই বার্তা দিচ্ছেন ভারতের সর্বদলীয় সাংসদরা, ভারতের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে তা গুরুত্বপূর্ণ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 27, 2025 4:43 PM IST