#কলকাতা: গোয়া বিধানসভা নির্বাচনে আসন হয়তো মেলেনি৷ কিন্তু ভোটের ফল (Goa Election Results) নিয়ে এখনই হতদ্যম হচ্ছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব (TMC)৷ বরং মাত্র তিন মাসের মধ্যে গোয়ায় ৬ শতাংশ ভোট প্রাপ্তিকে ইতিবাচক বলেই দেখছে ঘাসফুল শিবির৷ ভোটের ফল প্রকাশের পর বৃহস্পতিবার রাতে গোয়া থেকে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দেন, আগামী পাঁচ বছর গোয়ার মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল৷
আরও পড়ুন : ফের 'আত্মনির্ভরতায়' জোর মোদির! উচ্চ পর্যায়ের বৈঠকে বিশেষ নির্দেশ প্রধানমন্ত্রীর
তাঁর সেই বার্তা যে নেহাতই কথার কথা নয়, সপ্তাহ না ঘুরতেই তার প্রমাণ মিলল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে। রবিবারই একটি দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোয়ায় ফলের পর্যালোচনা করতেই একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন অশোক তানোয়ার, সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তী। প্রতিটি গোয়াবাসীর কাছে নিজেদের কর্তব্যে বদ্ধপরিকর থেকে আগামী দিনে রুটম্যাপ তৈরি করবে তৃণমূল কংগ্রেস। এই নিয়েই আগামী ২৬ মার্চ কনক্লেভ ডেকেছে তৃণমূল।
উল্লেখ্য, গোয়ায় এমজিপি-র সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল তৃণমূল৷ তৃণমূল কোনও আসনে না জিতলেও জোট সঙ্গী এমজিপি দু'টি আসনে জিতেছে৷ যদিও ভোটের ফল প্রকাশের পরই বিজেপি-কে সমর্থন জানিয়েছে এমজিপি৷ ফলপ্রকাশের আগে থেকেই গোয়ায় ছিলেন অভিষেক৷ বৃহস্পতিবার রাতে কলকাতায় ফিরে তিনি বলেন, 'হয়তো মাত্র তিন মাসে আমরা গোয়ার সব মানুষের কাছে পৌঁছতে পারিনি৷ কিন্তু আগামী পাঁচ বছর আমরা গোয়ার মাটি কামড়ে পড়ে থাকব৷ নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পালন করব৷ যাঁরা আমাদের হয়ে ভোটে প্রার্থী হয়েছিলেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে৷ তাঁরা গোয়ার মানুষের জন্য কাজ করবেন৷'
আরও পড়ুন : 'ভরাট' করার চেষ্টা হয়েছিল, সেই পুকুরই বাঁচিয়ে দিল! ১৭ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্যাংরার আগুন
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, বেশ কয়েকটি কেন্দ্রে তৃণমূল ১০০০-১২০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে৷ আবার কয়েকটি কেন্দ্রে তৃণমূল ৩০ শতাংশ ভোট পেয়েছে বলেও জানিয়েছেন অভিষেক৷ তাঁর কথায়, 'মাত্র তিন মাসের মধ্যে কোনও রাজ্যে পা দিয়ে কয়েকটি কেন্দ্রে ৩০ শতাংশ এবং সার্বিক ভাবে ৬ শতাংশ ভোট বিজেপি সহ কোনও রাজনৈতিক দল পায়নি৷ তৃণমূল কংগ্রেস তা করে দেখিয়েছ৷' মূলত অভিষেকের নেতৃত্বেই গোয়ায় ভোটে লড়েছিল তৃণমূল৷ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এটাই ছিল তাঁর প্রথম বড় পরীক্ষা৷ বিজেপি সহ বিরোধীরা যাই বলুক না, গোয়ার ফলকে ইতিবাচক বলেই ধরছে তৃণমূল শিবির৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhishek Banerjee, Goa Assembly Election 2022, Trinamool Congress