Abhishek Banerjee: গোয়ায় খারাপ ফল, হবে ময়নাতদন্ত! কী সিদ্ধান্ত নিলেন অভিষেক?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: গোয়া নিয়ে তাঁর বার্তা যে নেহাতই কথার কথা নয়, সপ্তাহ না ঘুরতেই তার প্রমাণ মিলল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে।
#কলকাতা: গোয়া বিধানসভা নির্বাচনে আসন হয়তো মেলেনি৷ কিন্তু ভোটের ফল (Goa Election Results) নিয়ে এখনই হতদ্যম হচ্ছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব (TMC)৷ বরং মাত্র তিন মাসের মধ্যে গোয়ায় ৬ শতাংশ ভোট প্রাপ্তিকে ইতিবাচক বলেই দেখছে ঘাসফুল শিবির৷ ভোটের ফল প্রকাশের পর বৃহস্পতিবার রাতে গোয়া থেকে ফিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দেন, আগামী পাঁচ বছর গোয়ার মাটি কামড়ে পড়ে থাকবে তৃণমূল৷
তাঁর সেই বার্তা যে নেহাতই কথার কথা নয়, সপ্তাহ না ঘুরতেই তার প্রমাণ মিলল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে। রবিবারই একটি দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গোয়ায় ফলের পর্যালোচনা করতেই একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃত্ব দেবেন অশোক তানোয়ার, সুস্মিতা দেব এবং সৌরভ চক্রবর্তী। প্রতিটি গোয়াবাসীর কাছে নিজেদের কর্তব্যে বদ্ধপরিকর থেকে আগামী দিনে রুটম্যাপ তৈরি করবে তৃণমূল কংগ্রেস। এই নিয়েই আগামী ২৬ মার্চ কনক্লেভ ডেকেছে তৃণমূল।
advertisement
advertisement
উল্লেখ্য, গোয়ায় এমজিপি-র সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল তৃণমূল৷ তৃণমূল কোনও আসনে না জিতলেও জোট সঙ্গী এমজিপি দু'টি আসনে জিতেছে৷ যদিও ভোটের ফল প্রকাশের পরই বিজেপি-কে সমর্থন জানিয়েছে এমজিপি৷ ফলপ্রকাশের আগে থেকেই গোয়ায় ছিলেন অভিষেক৷ বৃহস্পতিবার রাতে কলকাতায় ফিরে তিনি বলেন, 'হয়তো মাত্র তিন মাসে আমরা গোয়ার সব মানুষের কাছে পৌঁছতে পারিনি৷ কিন্তু আগামী পাঁচ বছর আমরা গোয়ার মাটি কামড়ে পড়ে থাকব৷ নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পালন করব৷ যাঁরা আমাদের হয়ে ভোটে প্রার্থী হয়েছিলেন, তাঁদের প্রত্যেকের সঙ্গে আমার কথা হয়েছে৷ তাঁরা গোয়ার মানুষের জন্য কাজ করবেন৷'
advertisement
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, বেশ কয়েকটি কেন্দ্রে তৃণমূল ১০০০-১২০০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে৷ আবার কয়েকটি কেন্দ্রে তৃণমূল ৩০ শতাংশ ভোট পেয়েছে বলেও জানিয়েছেন অভিষেক৷ তাঁর কথায়, 'মাত্র তিন মাসের মধ্যে কোনও রাজ্যে পা দিয়ে কয়েকটি কেন্দ্রে ৩০ শতাংশ এবং সার্বিক ভাবে ৬ শতাংশ ভোট বিজেপি সহ কোনও রাজনৈতিক দল পায়নি৷ তৃণমূল কংগ্রেস তা করে দেখিয়েছ৷' মূলত অভিষেকের নেতৃত্বেই গোয়ায় ভোটে লড়েছিল তৃণমূল৷ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে এটাই ছিল তাঁর প্রথম বড় পরীক্ষা৷ বিজেপি সহ বিরোধীরা যাই বলুক না, গোয়ার ফলকে ইতিবাচক বলেই ধরছে তৃণমূল শিবির৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2022 8:17 PM IST