Abhishek Banerjee: হাজার হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি! অভিষেকের প্রশ্নে সামনে এল ভয়ানক তথ্য..জানাল অর্থমন্ত্রক
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
লোকসভার চলতি অধিবেশনে এই ব্যাঙ্ক জালিয়াতি নিয়েই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ডায়মন্ড হারবারের সাংসদ জানতে চান, গত পাঁচটি আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কত টাকার ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে?
নয়াদিল্লি: নীরব মোদি, বিজয় মাল্য.. নাম শুরু করলে তালিকা ক্রমেই দীর্ঘ হতে থাকবে৷ আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে কয়েকশো কোটি টাকা নিয়ে, তা ফেরত না দিয়েই বিদেশে বহাল তবিয়তে দিন কাটাচ্ছেন এইসমস্ত প্রতারকেরা৷ তাঁদের দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তি দেওয়া থেকে শুরু করে বিপুল অঙ্কের প্রতারণার টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি একাধিক বার দিতে দেখা গিয়েছে কেন্দ্রের বিজেপি সরকারকে৷ কিন্তু, এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনও পদক্ষেপই করা হয়নি৷ অন্তত তেমনই অভিযোগ তোলেন বিরোধীরা৷
লোকসভার চলতি অধিবেশনে এই ব্যাঙ্ক জালিয়াতি নিয়েই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ডায়মন্ড হারবারের সাংসদ জানতে চান, গত পাঁচটি আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে কত টাকার ব্যাঙ্ক জালিয়াতি হয়েছে?
আরও পড়ুন: লাগাতার ধর্ষণ..মারধর! গরম ডাল ঢেলে পুড়িয়ে দেওয়া হল শরীর..দিল্লিতে নারকীয় নির্যাতনের শিকার দার্জিলিঙের তরুণী
তাঁর সেই প্রশ্নেক জবাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ড. ভাগবত কারাদ৷ কারাদ জানান, ২০১৮-১৯ সালে ৫০ হাজার ২৬৪ কোটি, ২০১৯-২০ সালে ১ লক্ষ ৩০ হাজার ৬৯২ কোটি, ২০২০-২১ সালে ৬৭ হাজার ৪৫৯ কোটি, ২০২১-২২ সালে ৩২ হাজার ৩৭৫ কোটি এবং ২০২২-২৩ সালে ১৯ হাজার ৭৫ কোটি টাকার জালিয়াতি হয়েছে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে।
advertisement
advertisement
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর পরে এবার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে তলব করল ED, ডাক এল দেবরাজের কাছেও
প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরেই ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। যারা জালিয়াতি করছে তাদের বিরুদ্ধে কেন্দ্র ব্যবস্থা নিচ্ছে না বলে বারবার অভিযোগ করেছে বাংলার শাসকদল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Feb 07, 2024 11:54 AM IST










