Abhishek Banerjee: ‘নিজেকেই আগুন লাগিয়ে, নিজেই দমকল ডাকছে পাকিস্তান,’ জার্কাতার মাটিতে দাঁড়িয়ে চড়া সুরে আক্রমণ অভিষেকের

Last Updated:

তিনি বলেন, ‘‘পাকিস্তানের মুখোশ খুলে দিতে হবে। ভারতকে প্রমাণ করার জন্য আর কী দরকার? আজকের দিনে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্তারা সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে হাজির থাকছেন—এটাই কি যথেষ্ট নয়? আমাদের প্রতিনিধি দলের গঠনই দেখুন। আমার শাসকদলের সঙ্গে মতভেদ থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থের ঊর্ধ্বে আমি আমার রাজনৈতিক মতবাদকে স্থান দিই না। আমি কাজ করে যাব দেশের স্বার্থেই৷’’ অভিষেক বলেন, ‘‘পাকিস্তান এখন নিজেকেই আগুন লাগিয়ে, নিজেই দমকল বাহিনী সাজছে’’৷ এটাই তাদের দ্বিচারিতা, উল্লেখ করেন অভিষেক।

News18
News18
নয়াদিল্লি: পরেরবার পাকিস্তানের সঙ্গে কোনও কথা হলে, আমাদের পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়েই আলোচনা করা উচিত। জাকার্তা থেকে পাকিস্তানের ভণ্ডামি উন্মোচন করে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিশ্ব মঞ্চ থেকে কাশ্মীরের পর্যটন পুনরুজ্জীবনে বড় পদক্ষেপ হিসাবে উল্লেখ করলেন তিনি। প্রবাসী ভারতীয়দের আহ্বান জানালেন পরিবারের সঙ্গে যেন তাঁরা তিনদিন অন্তত কাশ্মীরে কাটিয়ে যান।
প্রবাসী ভারতীয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় অভিষেক বলেন, ‘‘বিদেশের মাটিতে এত ভারতীয়কে একসঙ্গে দেখে দারুণ ভাল লাগে। এটা আমাদের মনে করিয়ে দেয় ভারতের শক্তি, সামর্থ্য ও প্রাচুর্য কতটা বিস্তৃত। এটা প্রমাণ করে যে এই লড়াইয়ে ভারত একা নয়—ভারতের পাশে দাঁড়িয়ে আছে তার প্রবাসী সন্তানরা। প্রবাসী ভারতীয়রা বহন করে ভারতের বহুত্ববাদ, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’-র দর্শন এবং প্রতিকূলতার মধ্যে শক্তির উদাহরণ।’’
advertisement
সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, ‘‘আজকের দিনে সীমান্ত পার হওয়া সন্ত্রাসবাদ গোটা বিশ্বের চ্যালেঞ্জ। আমাদের সবাইকে—আপনি যদি ছাত্র হন, কিংবা অন্য যে কোনও পেশায় থাকেন—এ বিষয়ে মুখ খুলতে হবে। আমাদের প্রতিবেশী পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদীদের লালন-পালন, আশ্রয়দান এবং নিরাপদে ষড়যন্ত্র করার সুযোগ দিয়েছে। এর পক্ষে যথেষ্ট প্রমাণ বিশ্ববাসীর চোখের সামনে রয়েছে৷’’
advertisement
advertisement
তিনি উল্লেখ করেন, ‘‘আমরা বহু দেশে সফর করেছি, এবং যাদের সঙ্গেই দেখা হয়েছে, সকলের অভিমত এক—সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে আমরা ভারতের পাশে আছি। প্রত্যেককে নিজের নিজের অবস্থান থেকে এই ইস্যুকে তুলতে হবে।’’
advertisement
তিনি বলেন, ‘‘পাকিস্তানের মুখোশ খুলে দিতে হবে। ভারতকে প্রমাণ করার জন্য আর কী দরকার? আজকের দিনে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ কর্তারা সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে হাজির থাকছেন—এটাই কি যথেষ্ট নয়? আমাদের প্রতিনিধি দলের গঠনই দেখুন। আমার শাসকদলের সঙ্গে মতভেদ থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থের ঊর্ধ্বে আমি আমার রাজনৈতিক মতবাদকে স্থান দিই না। আমি কাজ করে যাব দেশের স্বার্থেই৷’’ অভিষেক বলেন, ‘‘পাকিস্তান এখন নিজেকেই আগুন লাগিয়ে, নিজেই দমকল বাহিনী সাজছে’’৷ এটাই তাদের দ্বিচারিতা, উল্লেখ করেন অভিষেক।
advertisement
তাঁর কথায়, ‘‘অন্যদের উপর ভরসা না করে, আমাদেরই দায়িত্ব পাকিস্তানের মুখোশ বিশ্ববাসীর সামনে খুলে দেওয়া। ৯/১১ হোক বা ২৬/১১—প্রায় সব বড় সন্ত্রাসবাদী হামলার সূত্রই পাকিস্তানে গিয়ে মেলে। হাফিজ সঈদ, ওসামা বিন লাদেন, কিংবা জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠন—সব কিছুরই সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে। তারা একদিকে শান্তি আলোচনার নাটক করে, অন্যদিকে অস্ত্র চালায়। সন্ত্রাস ও শান্তি আলোচনা একসঙ্গে চলতে পারে না।’’
advertisement
অভিষেক বলেন, ‘‘গত ৫০ বছর ধরে আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসেছি। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও গৌতম বুদ্ধের দেশ থেকে এসেছি। আমাদের কাছে যুদ্ধের কথা বলা শেষ পছন্দ। কিন্তু এবার, যদি আমাদের সরকার পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনায় বসে, আমি সরকারের কাছে এবং সমস্ত ভারতবাসীর কাছে অনুরোধ করব—আমাদের অবস্থান স্পষ্ট হোক: আমরা পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়েই আলোচনা করব, যেখানে ভারতীয়দের উপর সন্ত্রাস হামলার ছক কষা হয়েছে, এবং রক্তপাতের জন্য সন্ত্রাসের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে।’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: ‘নিজেকেই আগুন লাগিয়ে, নিজেই দমকল ডাকছে পাকিস্তান,’ জার্কাতার মাটিতে দাঁড়িয়ে চড়া সুরে আক্রমণ অভিষেকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement