হেনস্তার অভিযোগে গ্রেফতার AAP বিধায়ক ছাড়া পেলেন জামিনে

বেসরকারি সংস্থার ম্যানেজারকে হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠেছে AAP বিধায়ক জগদীপ সিংয়ের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, বর্জ্য পরিষ্কার করে এমন একটি সংস্থার ম্যানেজার মোহিতের সঙ্গে দিল্লির হরি নগর কেন্দ্রে বিধায়কের বচসা বাধে ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: বেসরকারি সংস্থার ম্যানেজারকে হেনস্থা ও মারধর করার অভিযোগ উঠেছে AAP বিধায়ক জগদীপ সিংয়ের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, বর্জ্য পরিষ্কার করে এমন একটি সংস্থার ম্যানেজার মোহিতের সঙ্গে দিল্লির হরি নগর কেন্দ্রে বিধায়কের বচসা বাধে ৷পুলিশ জানিয়েছে, চলতি মাসের ২১ তারিখ স্থানীয়দের সঙ্গে ওই সংস্থার কর্মীদের বিবাদে হস্তক্ষেপ করায় ওই ব্যক্তিকে হেনস্থা করা হয় ৷ঘটনার জেরে আপ বিধায়ককে গ্রেফতার করা হলেও পরে তাঁকে জামিনে ছেড়ে দেওয়া হয় ৷জগদীপকে যোগাযোগ না করা গেলেও তিনি ট্যুইটে জানান যে ঘটনার দিন তিনি বাড়িতেই ছিলেন ৷ এরকম কোনও ঘটনার সঙ্গে তার যোগ নেয় ৷ এই সমস্ত গুজব ৷তিনি ছাড়াও এর আগে ছ’জন আপ বিধায়ক-জিতেন্দ্র সিংহ তোমর, মনোজ কুমার, সুরিন্দর সিংহ, সোমনাথ ভারতী, অখিলেশ ত্রিপাঠি এবং মহেন্দ্র যাদবকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ সেই তালিকায় এবার যোগ হলেন জগদীপ সিং ৷

    First published:

    Tags: AAP MLA, AAP MLA Arrested in Alleged Assault Case, AAP বিধায়ক ছাড়া পেলেন জামিনে, Bengali News, ETV News Bangla, Released on Bail