আপ প্রার্থীকে ‘গরুর মাংস খাওয়া বেশ্যা’ বলে সম্বোধন, গৌতম গম্ভীরের বিরুদ্ধে উঠল অভিযোগ
Last Updated:
#নয়াদিল্লি: সংবাদপত্রের ভিতরে লিফলেট। লিফলেটে আম আদমি পার্টির পূর্ব দিল্লির প্রার্থী আতিশী মরলেনার বিরুদ্ধে একাধিক অভিযোগ। সাংবাদিক সম্মেলনে এসে কান্নায় ভেঙে পড়লেন প্রার্থী। অভিযোগের তির বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের দিকে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের পালটা চ্যালেঞ্জ, অভিযোগ প্রমাণ না হলে পদত্যাগ করতে হবে খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
আর ক’দিন পরেই ভোট। প্রচারে ব্যস্ত থাকার বদলে সাংবাদিক সম্মেলনে কেন ভেঙে পড়লেন অতসী মরলেনা? আম আদমি পার্টির পূর্ব দিল্লি কেন্দ্রের প্রার্থী? এর পিছনে কারণ একটি লিফলেট ৷
সাতসকালে দিল্লির বাড়ি বাড়ি ছড়িয়ে দেওয়া হয় একটি লিফলেট। যা ভোটে নজিরবিহীন ব্যক্তি আক্রমণের দৃষ্টান্ত হতেই পারে। আম আদমি পার্টি বা আপের পূর্ব দিল্লির প্রার্থী আতিশী মরলেনার ব্যক্তিগত জীবন নিয়ে নানা অভিযোগ নিয়েই এই লিফলেট।
advertisement
advertisement
লিফলেটে বলা হয়েছে, ‘আতিশী নিয়মিত গোমাংস খান। যাঁর বাবা ও মা যথাক্রমে জাঠ ও পাঞ্জাবী ও যিনি অন্ধ্রপ্রদেশের এক খ্রীষ্টানকে বিয়ে করেছেন, তার রুচি নিয়ে আপনারাই ভেবে দেখুন।’
এখানেই শেষ নয়, লিফলেটে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশে শিক্ষকতা করার সময় অন্য এক শিক্ষকের সঙ্গে যৌন সম্পর্কে ছিলেন। হাতেনাতে ধরা পড়ায় আতিশী বিয়ে করতে বাধ্য হন ওই শিক্ষক। দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর সঙ্গে অতসীর সম্পর্ক জড়িয়েও করা হয়েছে একাধিক অভিযোগ।
advertisement
পূর্ব দিল্লির আপ প্রার্থী আতিশী মরলেনা বলেন, ‘গৌতম গম্ভীর কতটা নীচে নামতে পারেন, এটা উনি এবং ওনার পার্টি ভালমতোই বুঝিয়ে দিয়েছে ৷ এই লিফলেট বিজেপি দল এবং প্রার্থী গৌতম গম্ভীর পুরো কেন্দ্র জুড়ে ছড়িয়ে দিয়েছে ৷’
গত চার বছরে দিল্লিতে প্রাথমিক শিক্ষার হাল বদলে দেওয়ার কৃতিত্ব দেওয়া হয় যাঁকে, সেই আতিশী বিরুদ্ধে এহেন ব্যক্তি আক্রমণ কেন? অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর আতিশী, প্রাথমিক শিক্ষার প্রভাব নিয়ে গবেষণা করেছেন ৷ ধর্মে বিশ্বাস নেই বলে পদবী ব্যবহার করেন না ৷ গত চার বছর ধরে দিল্লির উপ-মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে রয়েছেন ৷
advertisement
গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে আপ নেতৃত্ব। যদিও গম্ভীরের দাবি, এমনটা করা তো দূরে থাকা,ভাবাও তাঁর পক্ষে অসম্ভব। এনিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে রীতিমতো চ্যালেঞ্জও ছুঁড়েছেন গোতি। বিতর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনজদের আফসোস, আর কত খারাপ দৃষ্টান্ত তৈরি করবে উনিশের ভোট ?
AAP East Delhi LS seat candidate Atishi breaks down during a press conference alleging BJP's Gautam Gambhir of distributing pamphlets with derogatory remarks against her says,"They've shown how low they can stoop.Pamphlet states that 'she is very good example of a mixed breed'." pic.twitter.com/z14MXXh574
— ANI (@ANI) May 9, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2019 6:49 PM IST