National party status: জাতীয় দলের স্বীকৃতি পেল আপ, ধাক্কা খেল সিপিআই! বাংলায় রাজ্য দলের তকমা হারালো কারা?

Last Updated:

দিল্লি, গোয়া, পঞ্জাব এবং গুজরাতে আপ আগেই রাজ্য দলের তকমা পেয়েছিল৷

আপ-এর উত্থান, সিপিআই-এর ধাক্কা৷
আপ-এর উত্থান, সিপিআই-এর ধাক্কা৷
দিল্লি: দিল্লির পর পঞ্জাবে ক্ষমতা দখল৷ গুজরাতেও প্রথম বার ভোটে লড়ে উল্লেখযোগ্য ফল৷ প্রত্যাশিত ভাবেই আঞ্চলিক থেকে জাতীয় দলের মর্যাদা পেল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যা আপ নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের যথেষ্টই উদ্বুদ্ধ করবে৷
পঞ্জাব এবং গুজরাত নির্বাচনের পর আপ-এর সর্বভারতীয় রাজনৈতিক দলের তকমা পাওয়া এক রকম নিশ্চিতই ছিল৷ কারণ দিল্লি, গোয়া, পঞ্জাব এবং গুজরাতে তারা রাজ্য দলের তকমা পেয়েছিল৷ যা সর্বভারতীয় দলের স্বীকৃতি পাওয়ার অন্যতম শর্ত৷ এ দিন সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল সর্বভারতীয় নির্বাচন কমিশন৷
advertisement
advertisement
আপ জাতীয় দলের তকমা পেলেও শরদ পাওয়ারের এনসিপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিআই-এর জাতীয় দলের তকমা কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন৷
এর পাশাপাশি লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) নাগাল্যান্ড এবং ত্রিপুরায় রাজ্য দলের মর্যাদা পেয়েছে৷ ত্রিপুরায় তিপরামোথা এবং মেঘালয়ে ভয়েস অফ দ্য পিপল পার্টিও রাজ্য দলের তকমা পেয়েছে৷ আবার পশ্চিমবঙ্গে রিভলিউসন্যারিস্ট সোশ্যালিস্ট পার্টি এবং উত্তর প্রদেশে রাষ্ট্রীয় লোক দল রাজ্য দলের মর্যাদা হারিয়েছে৷
advertisement
দলের এই স্বীকৃতিতে স্বভাবতই দারুণ খুশি আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল৷ ট্যুইট করে তিনি জানিয়েছেন, 'এত কম সময়ের মধ্যে জাতীয় দলের স্বীকৃতি? এটা মিরাকেল ছাড়া কিছুই নয়৷ সবাইকে অনেক অভিনন্দন৷ দেশের কোটি কোটি মানুষ আমাদের এখানে পৌঁছে দিয়েছেন৷ আজকে মানুষ আমাদের বিপুল দায়িত্ব দিয়েছেন৷ ভগবান যেন এই দায়িত্বপূরণ করার জন্য আশীর্বাদ দেন৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
National party status: জাতীয় দলের স্বীকৃতি পেল আপ, ধাক্কা খেল সিপিআই! বাংলায় রাজ্য দলের তকমা হারালো কারা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement