National party status: জাতীয় দলের স্বীকৃতি পেল আপ, ধাক্কা খেল সিপিআই! বাংলায় রাজ্য দলের তকমা হারালো কারা?

Last Updated:

দিল্লি, গোয়া, পঞ্জাব এবং গুজরাতে আপ আগেই রাজ্য দলের তকমা পেয়েছিল৷

আপ-এর উত্থান, সিপিআই-এর ধাক্কা৷
আপ-এর উত্থান, সিপিআই-এর ধাক্কা৷
দিল্লি: দিল্লির পর পঞ্জাবে ক্ষমতা দখল৷ গুজরাতেও প্রথম বার ভোটে লড়ে উল্লেখযোগ্য ফল৷ প্রত্যাশিত ভাবেই আঞ্চলিক থেকে জাতীয় দলের মর্যাদা পেল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে যা আপ নেতৃত্ব থেকে কর্মী সমর্থকদের যথেষ্টই উদ্বুদ্ধ করবে৷
পঞ্জাব এবং গুজরাত নির্বাচনের পর আপ-এর সর্বভারতীয় রাজনৈতিক দলের তকমা পাওয়া এক রকম নিশ্চিতই ছিল৷ কারণ দিল্লি, গোয়া, পঞ্জাব এবং গুজরাতে তারা রাজ্য দলের তকমা পেয়েছিল৷ যা সর্বভারতীয় দলের স্বীকৃতি পাওয়ার অন্যতম শর্ত৷ এ দিন সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল সর্বভারতীয় নির্বাচন কমিশন৷
advertisement
advertisement
আপ জাতীয় দলের তকমা পেলেও শরদ পাওয়ারের এনসিপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিআই-এর জাতীয় দলের তকমা কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন৷
এর পাশাপাশি লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) নাগাল্যান্ড এবং ত্রিপুরায় রাজ্য দলের মর্যাদা পেয়েছে৷ ত্রিপুরায় তিপরামোথা এবং মেঘালয়ে ভয়েস অফ দ্য পিপল পার্টিও রাজ্য দলের তকমা পেয়েছে৷ আবার পশ্চিমবঙ্গে রিভলিউসন্যারিস্ট সোশ্যালিস্ট পার্টি এবং উত্তর প্রদেশে রাষ্ট্রীয় লোক দল রাজ্য দলের মর্যাদা হারিয়েছে৷
advertisement
দলের এই স্বীকৃতিতে স্বভাবতই দারুণ খুশি আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল৷ ট্যুইট করে তিনি জানিয়েছেন, 'এত কম সময়ের মধ্যে জাতীয় দলের স্বীকৃতি? এটা মিরাকেল ছাড়া কিছুই নয়৷ সবাইকে অনেক অভিনন্দন৷ দেশের কোটি কোটি মানুষ আমাদের এখানে পৌঁছে দিয়েছেন৷ আজকে মানুষ আমাদের বিপুল দায়িত্ব দিয়েছেন৷ ভগবান যেন এই দায়িত্বপূরণ করার জন্য আশীর্বাদ দেন৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
National party status: জাতীয় দলের স্বীকৃতি পেল আপ, ধাক্কা খেল সিপিআই! বাংলায় রাজ্য দলের তকমা হারালো কারা?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement