TMC: বিরাট ধাক্কা! জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Last Updated:
তৃণমূল আর জাতীয় দল নয়৷
তৃণমূল আর জাতীয় দল নয়৷
কলকাতা: জাতীয় দলের তকমা হারালো তৃণমূল কংগ্রেস৷ সংবাদসংস্থার এএনআই-এর খবর অনুযায়ী, এ দিন এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ কয়েকদিন ধরেই তৃণমূলের জাতীয় দলের তকমা থাকবে কি না, তা নিয়ে টানাপোড়েন চলছিল৷ জাতীয় দলের তকমা যাতে খারিজ করা না হয়, তার জন্য নির্বাচন কমিশনের কাছে দরবার করেছিল তৃণমূল কংগ্রেস৷ শেষ পর্যন্ত তৃণমূলের আবেদনে সাড়া দিল না নির্বাচন কমিশন৷
একা তৃণমূল নয়, এ দিন একই ভাবে জাতীয় দলের তকমা হারিয়েছে সিপিআই এবং এনসিপিও৷ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ২০১৬ সালে জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল পশ্চিমবঙ্গেও অনেকটা খারাপ হয়৷ ৩৪ থেকে কমে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ২২৷ গোয়া, ত্রিপুরার মতো রাজ্যে ভোটে লড়েও প্রত্যাশিত ফল পেতে ব্যর্থ হয় ঘাসফুল শিবির৷ যদিও মেঘালয়ে তুলনামূলক ফল ভাল হয় তৃণমূলের৷
advertisement
যদিও তৃণমূলের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা দরবার শুরু করে তৃণমূলও৷ তাঁরা দাবি করে, ২০১৬ সালে তৃণমূলকে জাতীয় দলের তকমা দিয়েছিল, তা ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা৷ ফলে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল না দেখে নির্বাচন কমিশন যাতে কোনও সিদ্ধান্ত না নেয়, সেই আবেদন জানিয়েছিল তৃণমূল৷
advertisement
যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত শুনে এ দিন কোনও প্রতিক্রিয়া দিতে চাননি দলের প্রবীণ সাংসদ সৌগত রায়৷ তিনি জানিয়েছেন, এ বিষয়ে আইনি সাহায্য নেবে দল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC: বিরাট ধাক্কা! জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement