TMC: বিরাট ধাক্কা! জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

Last Updated:
তৃণমূল আর জাতীয় দল নয়৷
তৃণমূল আর জাতীয় দল নয়৷
কলকাতা: জাতীয় দলের তকমা হারালো তৃণমূল কংগ্রেস৷ সংবাদসংস্থার এএনআই-এর খবর অনুযায়ী, এ দিন এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন৷ কয়েকদিন ধরেই তৃণমূলের জাতীয় দলের তকমা থাকবে কি না, তা নিয়ে টানাপোড়েন চলছিল৷ জাতীয় দলের তকমা যাতে খারিজ করা না হয়, তার জন্য নির্বাচন কমিশনের কাছে দরবার করেছিল তৃণমূল কংগ্রেস৷ শেষ পর্যন্ত তৃণমূলের আবেদনে সাড়া দিল না নির্বাচন কমিশন৷
একা তৃণমূল নয়, এ দিন একই ভাবে জাতীয় দলের তকমা হারিয়েছে সিপিআই এবং এনসিপিও৷ প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ২০১৬ সালে জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের ফল পশ্চিমবঙ্গেও অনেকটা খারাপ হয়৷ ৩৪ থেকে কমে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়ায় ২২৷ গোয়া, ত্রিপুরার মতো রাজ্যে ভোটে লড়েও প্রত্যাশিত ফল পেতে ব্যর্থ হয় ঘাসফুল শিবির৷ যদিও মেঘালয়ে তুলনামূলক ফল ভাল হয় তৃণমূলের৷
advertisement
যদিও তৃণমূলের জাতীয় দলের তকমা কেড়ে নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা দরবার শুরু করে তৃণমূলও৷ তাঁরা দাবি করে, ২০১৬ সালে তৃণমূলকে জাতীয় দলের তকমা দিয়েছিল, তা ২০২৪ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা৷ ফলে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল না দেখে নির্বাচন কমিশন যাতে কোনও সিদ্ধান্ত না নেয়, সেই আবেদন জানিয়েছিল তৃণমূল৷
advertisement
যদিও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত শুনে এ দিন কোনও প্রতিক্রিয়া দিতে চাননি দলের প্রবীণ সাংসদ সৌগত রায়৷ তিনি জানিয়েছেন, এ বিষয়ে আইনি সাহায্য নেবে দল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
TMC: বিরাট ধাক্কা! জাতীয় দলের তকমা হারাল তৃণমূল কংগ্রেস, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement