এবার আধার কার্ড এনে দিচ্ছে নতুন সুবিধা !
Last Updated:
ফোন থেকে গ্যাস সিলিন্ডার সব ক্ষেত্রেই এখন আধার নম্বর বাধ্যতামূলক ৷ তাই আধার আধার কার্ডে কোনও তথ্যে ভুল থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷
#নয়াদিল্লি: ফোন থেকে গ্যাস সিলিন্ডার সব ক্ষেত্রেই এখন আধার নম্বর বাধ্যতামূলক ৷ তাই আধার আধার কার্ডে কোনও তথ্যে ভুল থাকলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে ৷ ভুল থাকলেও অফলাইন বা অনলাইনে তা সংশোধন করে নেওয়ার সুযোগ থাকে ৷ এবার আরও একটি নতুন সুবিধা নিয়ে এল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া ৷ এবার চালু হল ‘আধার আপডেট হিস্ট্রি’ ডাউনলোড করার সুবিধা ৷
এখনও পর্যন্ত যে ভুলগুলি সংশোধন করা হত সেই পরিবর্তিত তথ্য সাইট থেকে ডাউনলোড করা যেত না ৷ তবে এবার থেকে সেটাও করা সম্ভব ৷
advertisement
এবার থেকে www.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘আধার আপডেট হিসট্রি’ বলে জায়গায় গিয়ে ক্লিক করলে পরিবর্তিত তথ্য ডাউনলোড করা যাবে ৷ আপাতত এই পরিষেবা বিটা ভার্সানে লঞ্চ করা হয়েছে ৷ এর সাহায্য ডেট অনুযায়ী আপনি কী কী পরিবর্তন করা হয়েছে তা দেখা যাবে ৷ আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা সংক্রান্ত যা যা তথ্য সংশোধন করেছেন সব দেখা যাবে ৷
advertisement
এর জন্য প্রথমে www.uidai.gov.in ওয়েবসাইটে গিয়ে আধার আপডেট হিসট্রিতে গিয়ে ক্লিক করতে হবে ৷ একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনার আধার নম্বর বা ভার্চ্যুয়াল আইডি দিতে হবে ৷ এরপর আপনার কাছে একটি OTP আসবে ৷ সেটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আপডেট করতেই আপনি পুরো হিস্ট্রি দেখতে পারবেন এবং সেটি ডাউনলোডও করতে পারবেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 08, 2018 10:00 AM IST