রেলের টিকিটের ক্ষেত্রে আধার নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

Last Updated:

জন্ম-পরিচিতি-সম্পত্তি ও ব্যাঙ্ক। এর আগে সমস্ত কিছুতেই আধারকার্ড বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার।

#নয়াদিল্লি: জন্ম-পরিচিতি-সম্পত্তি ও ব্যাঙ্ক। এর আগে সমস্ত কিছুতেই আধারকার্ড বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। ভুয়ো পরিচয় রুখতে কোনও ব্যক্তির স্বতন্ত্র একটি নম্বর দেওয়া হয় কার্ডের মাধ্যমে। এই নম্বরকে একটি ব্যক্তির বার্থ সার্টিফিকেট, সম্পত্তি, ব্যাঙ্ক ডিটেলস বা অন্যান্য পরিচয়ের সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়। একের পর এক ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ডকে ৷ তবে রেলের টিকিট কাটার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র ৷
শুক্রবার লোকসভায় জানানো হয়েছে যে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে টিকিটে ছাড় চাইলে, আধার নম্বর দিতে হবে না ৷ এখনই আধার বাধ্যতামূলক করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ তবে রেলের তরফে একটি প্রক্রিয়া শুরু করা হয়েছে প্রবীণ নাগরিকদের একটি ডেটাবেস তৈরি করার জন্য ৷
রেল মন্ত্রী সুরেশ প্রভু জানিয়েছেন,
advertisement
বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে টিকিটে ছাড় চাইলে আধার বাধ্যতামূলক নয় ৷
advertisement
পাশাপাশি জানিয়েছেন ক্যাশলেস লেনদেনের জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফে ৷
শুধু তাই নয় মৃত্যুর নথিভুক্তকরণেও আধার নম্বর বাধ্যতামূলক করল কেন্দ্র। পয়লা অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। প্রত্যন্ত গ্রামাঞ্চলে মৃতপ্রায় ব্যক্তিদের আধার কার্ড না থাকলে তাঁরা কী করবেন? উঠছে প্রশ্ন। যদিও কেন্দ্রের পরামর্শ, আধার কার্ড করিয়ে নিতেই হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
রেলের টিকিটের ক্ষেত্রে আধার নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement