Woman physically assaulted: লজ্জা! ডেলিভারি পার্টনারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ফের প্রশ্নের মুখে দেশের নারী নিরাপত্তা

Last Updated:

সেই সময় আহমেদাবাদে মুষল ধারায় বৃষ্টিপাত হচ্ছিল৷ ফলে বেশিরভাগ ক্যাফেই বন্ধ ছিল৷ প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরিতে এসেছিল ডেলিভারি বয়টি৷

কিন্তু ডেলিভারি ব্যক্তিটি পৌঁছে, তাঁর সঙ্গে নানারকম অশালীন কথা বলতে শুরু করে৷  (Pic credit: Getty Images)
কিন্তু ডেলিভারি ব্যক্তিটি পৌঁছে, তাঁর সঙ্গে নানারকম অশালীন কথা বলতে শুরু করে৷ (Pic credit: Getty Images)
আহমেদাবাদ: মহিলাদের নিরাপত্তার কারণে দেশ জুড়ে আন্দোলন চলছে৷ কিন্তু কোনও রকম সমাধান হচ্ছে কি? দেশের একের পর এক ঘটে চলা নারী নির্যাতন ও হেনস্তার ঘটনায় সমাধানের কোনও নমুনা দেখা যাচ্ছে না৷ এবার ফুড ডেলিভারি অ্যাপের একজন ডেলিভারি বয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলার৷
ঘটনাটি ঘটে আহমেদাবাদে৷ তিনি বেশ রাতের দিকেই জ়োম্যাটো থেকে একটা কফি অর্ডার করেন৷ বৃষ্টিপাতের কারণে বেশ কিছুক্ষণ দেরিও হচ্ছিল৷
advertisement
সেই সময় আহমেদাবাদে মুষল ধারায় বৃষ্টিপাত হচ্ছিল৷ ফলে বেশিরভাগ ক্যাফেই বন্ধ ছিল৷ প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরিতে এসেছিল ডেলিভারি বয়টি৷
advertisement
কিন্তু ডেলিভারি ব্যক্তিটি পৌঁছে, মহিলাটির সঙ্গে নানারকম অশালীন কথা বলতে শুরু করে৷  মহিলাটি যৌন হেনস্থারও শিকার হন৷
এই দুঃস্বপ্নের মতো ঘটনাটির কথা তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, ‘‘ডেলিভারি বয়টি বারবার বলছিলেন আমার আসতে দেরি হয়ে গিয়েছে৷ তারপর খুব খারাপ ভাবে আমার দিকে তাকিয়ে হাসছিল৷ আমার খুব অস্বস্তি হচ্ছিল৷ তারপর উনি আমাকে নানাভাবে যৌন হেনস্তা করেন৷’’
advertisement
ঘটনাটি এখানেই শেষ হয়নি৷ তিনি আবার মহিলাটিকে রাতে ফোনও করেছিলেন৷ তিনি পরে অ্যাপের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানান৷
এই ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন৷ জোম্যাটো এই ডেলিভারি পার্টনারকে বরখাস্ত করেছেন৷ তাঁর লাইসেন্সও বাতিল করা হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Woman physically assaulted: লজ্জা! ডেলিভারি পার্টনারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ফের প্রশ্নের মুখে দেশের নারী নিরাপত্তা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement