Woman physically assaulted: লজ্জা! ডেলিভারি পার্টনারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ফের প্রশ্নের মুখে দেশের নারী নিরাপত্তা

Last Updated:

সেই সময় আহমেদাবাদে মুষল ধারায় বৃষ্টিপাত হচ্ছিল৷ ফলে বেশিরভাগ ক্যাফেই বন্ধ ছিল৷ প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরিতে এসেছিল ডেলিভারি বয়টি৷

কিন্তু ডেলিভারি ব্যক্তিটি পৌঁছে, তাঁর সঙ্গে নানারকম অশালীন কথা বলতে শুরু করে৷  (Pic credit: Getty Images)
কিন্তু ডেলিভারি ব্যক্তিটি পৌঁছে, তাঁর সঙ্গে নানারকম অশালীন কথা বলতে শুরু করে৷ (Pic credit: Getty Images)
আহমেদাবাদ: মহিলাদের নিরাপত্তার কারণে দেশ জুড়ে আন্দোলন চলছে৷ কিন্তু কোনও রকম সমাধান হচ্ছে কি? দেশের একের পর এক ঘটে চলা নারী নির্যাতন ও হেনস্তার ঘটনায় সমাধানের কোনও নমুনা দেখা যাচ্ছে না৷ এবার ফুড ডেলিভারি অ্যাপের একজন ডেলিভারি বয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলার৷
ঘটনাটি ঘটে আহমেদাবাদে৷ তিনি বেশ রাতের দিকেই জ়োম্যাটো থেকে একটা কফি অর্ডার করেন৷ বৃষ্টিপাতের কারণে বেশ কিছুক্ষণ দেরিও হচ্ছিল৷
advertisement
সেই সময় আহমেদাবাদে মুষল ধারায় বৃষ্টিপাত হচ্ছিল৷ ফলে বেশিরভাগ ক্যাফেই বন্ধ ছিল৷ প্রায় ১৫ থেকে ২০ মিনিট দেরিতে এসেছিল ডেলিভারি বয়টি৷
advertisement
কিন্তু ডেলিভারি ব্যক্তিটি পৌঁছে, মহিলাটির সঙ্গে নানারকম অশালীন কথা বলতে শুরু করে৷  মহিলাটি যৌন হেনস্থারও শিকার হন৷
এই দুঃস্বপ্নের মতো ঘটনাটির কথা তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, ‘‘ডেলিভারি বয়টি বারবার বলছিলেন আমার আসতে দেরি হয়ে গিয়েছে৷ তারপর খুব খারাপ ভাবে আমার দিকে তাকিয়ে হাসছিল৷ আমার খুব অস্বস্তি হচ্ছিল৷ তারপর উনি আমাকে নানাভাবে যৌন হেনস্তা করেন৷’’
advertisement
ঘটনাটি এখানেই শেষ হয়নি৷ তিনি আবার মহিলাটিকে রাতে ফোনও করেছিলেন৷ তিনি পরে অ্যাপের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানান৷
এই ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন৷ জোম্যাটো এই ডেলিভারি পার্টনারকে বরখাস্ত করেছেন৷ তাঁর লাইসেন্সও বাতিল করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Woman physically assaulted: লজ্জা! ডেলিভারি পার্টনারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ফের প্রশ্নের মুখে দেশের নারী নিরাপত্তা
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement