Viral Video: রক্ষকই যখন ভক্ষক, থানায় নাতি ও বৃদ্ধাকে ব্যাপক মারধরের অভিযোগ, ভাইরাল সিসিটিভি ফুটেজ
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
স্টেশনে চুরির সন্দেহে বছর পনেরোর দীপরাজ বংশকর ও তাঁর দিদাকে কাটনি জিআরপি থানায় নিয়ে আসে৷ সেখানেই বৃদ্ধা ও নাতিকে নির্মমভাবে মারধর করা হয়৷
কাটনি: থানার মধ্যে বেধড়ক মারধর করা হচ্ছে৷ আর যাঁরা এই ঘটনা ঘটাচ্ছেন, তাঁরাই হলেন আইনের রক্ষাকর্তা! জিআরপি থানায় এই নির্মমতার ছবি সিসিটিভিতে ধরা পড়েছে৷ পরে তা কোনওভাবে ভাইরাল হয়ে যায়৷
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে কাটনি জেলায়৷ খবরে বলা হয়েছে, এই ঘটনা গত বছরের৷ কিন্তু সম্প্রতি এই ফুটেজ ভাইরাল হয়েছে৷
advertisement
জানা যাচ্ছে, স্টেশনে চুরির সন্দেহে বছর পনেরোর দীপরাজ বংশকর ও তাঁর দিদাকে কাটনি জিআরপি থানায় নিয়ে আসে৷ সেখানেই বৃদ্ধা ও নাতিকে নির্মমভাবে মারধর করা হয়৷
advertisement
ঘটনায় জড়িত ছিলেন জিআরপি কাটনি স্টেশনের ইনচার্জ অরুণা ভাহানে-সহ সেখানে উপস্থিত অন্যান্য অধিকারিকরা৷ অতিরিক্ত এসপি সম্তোষ দেহরিয়া এই হামলার কথা এক প্রকার মেনে নিয়েছেন৷
তিনি জানিয়েছেন, ‘‘বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে একটা ভিডিও ভাইরাল হয়েছে৷ প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা জিআরপি কাটনির ঘটনা৷ অভিযোগ দায়ের করলে অবশ্যই তদন্ত শুরু হবে৷’’
advertisement
মধ্যপ্রদেশে জিতু পাটোয়ারি তাঁর এক্স হ্যান্ডেলে এই ঘটনা শেয়ার করে লিখেছে, ‘‘পুলিশ কী আইনের ঊর্ধ্বে? তাঁরা আবারও দলিত পরিবারের সঙ্গে এমনটা করল৷ বিজেপি সরকার পিছিয়ে পড়া ও আদিবাসীদের উপর ক্রমাগত অত্যাচার করছে৷ এই বিদ্বেষ ও ঘৃণার খেলা বন্ধ করতে হবে৷’’
আরও এক কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে লিখেছেন, ‘‘আমাদের রাজ্যের মূখ্যমন্ত্রী কি কোনও দলিত পরিবারকে নিরাপত্তা দিতে পারবে?’’
advertisement
তবে বিজেপি নেতা খুশবু সুন্দরও পুলিশের নির্মমতার সমালোচনা করে বলেছেন, ‘‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়৷ মানুষের সঙ্গে মানুষের মতো আচরণ করতে হবে৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2024 10:55 AM IST