Owner murder During Loot: ভর সন্ধেবেলায় ডাকাতি, খুন দোকানের মালিক, সিসিটিভি ফুটজে হাড়হিম করা দৃশ্য
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
‘কমলেশ জুয়েলার্স’-এ ঢুকে পড়ে পাঁচ অজ্ঞাত পরিচয় ব্যক্তি৷ দোকানে ঢুকেই তারা তিনজনের উপর হামলা চালাতে শুরু করে৷ শুরু হয় লুটপাট৷ জানা যায়, সেই সময় দুষ্কৃতিরা গুলিও চালায়৷
তিজারি: গয়নার দোকানে হঠাৎ ঢপকে পড়ে কয়েকজন দুষ্কৃতি৷ আর তাদের গুলিতে প্রাণ হারান দোকানের মালিক৷ সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনায় শুরু হয়৷
ঘটনাটি ঘটে রাজস্থানের খয়েলথাল তিজারি জেলার ভিওয়াদি এলাকার কেন্দ্রীয় বাজারে এই ডাকাতির ঘটনা ঘটে৷ ২৩ অগাস্ট, শুক্রবার তখন সন্ধে সাড়ে সাতটা৷ দোকানে তখন মালিক জয় সোনি ও তাঁর ভাই মধুসূদন সোনি৷ বাইরের দরজায় পাহাড়া দিচ্ছেন সুজন সিং৷
advertisement
advertisement
‘কমলেশ জুয়েলার্স’ ঢুকে পড়ে পাঁচ অজ্ঞাত পরিচয় ব্যক্তি৷ দোকানে ঢুকেই তারা তিনজনের উপর হামলা চালাতে শুরু করে৷ শুরু হয় লুটপাট৷ জানা যায়, সেই সময় দুষ্কৃতিরা গুলিও চালায়৷
Shocking visuals
Coming from BHIWADI RAJASTHANWhere A Group Of 7-8 Members Entered In A Jewellery Showroom and started looting The Jewellery Showroom On Gun Point
The incident is of Bhiwadi district Rajasthan @MahantBalaknath Is The Sitting MLA of BHIWADI
Crime is… pic.twitter.com/0hGUD4RP3U
— Bhole का Bharat (@bhole_bharat) August 23, 2024
advertisement
লুটপাটের পর ডাকাতরা আবার গাড়িতে উঠে পালাতে যায়৷ তখনই জয় সোনি তাদের ধরার চেষ্টা করে৷ গুলি চালায় ওরা৷ আর তাতেই মৃত্যু ঘটে দোকানের মালিকের৷
এই পুরো ঘটনাটি সিসিটিভি-তে রেকর্ড হয়৷ দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে সেখানকার স্থানীয় ব্যবসায়ী সমিতি৷ ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন জয়পুর রেঞ্জের পুলিশের জেনারেল ইন্সপেক্টর৷ তিনি জানিয়েছেন সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দোষীদের শনাক্তকরণের চেষ্টা চলছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2024 3:10 PM IST