ভয়ঙ্কর! বিধ্বংসী ফণীর তাণ্ডবে উড়ে গেল ভুবনেশ্বর এইমস হস্টেলের শেড, দেখুন ভিডিও
Last Updated:
#ভুবনেশ্বর: প্রচণ্ড হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টি। একটার পর একটা গাছ উপড়ে পড়ে যাচ্ছে। উড়ে যাচ্ছে ঘরের চাল। ফণীর তাণ্ডবে রীতিমতো লন্ডভন্ড ওড়িশা। সকাল ৯টা নাগাদ ওড়িশার পুরীতে আছড়ে পড়ে ফণী। আছড়ে পড়ার সময় তার গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। তার পর থেকেই ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে তাণ্ডব দেখাতে শুরু করেছে ফণী।
পুরী, কটক, ভুবনেশ্বর, বালাসোর, চাঁদিপুর, গোপালপুরের মতো এলাকাগুলোতে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহবিদেরা। ইতিমধ্যে দু’জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এই এলাকাগুলো সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাস্তাঘাট জনশূন্য।
এরই মধ্যে সামনে এল একটি ভিডিও ৷ যেখানে দেখা যাচ্ছে ঝড়ের তীব্রতা বা গতিবেগ এতোটাই বেশি যে তার জেরে ভুবনেশ্বরে অবস্থিত এইমসের হস্টেলের শেড উড়ে গেল ৷ সেই ছবিই ধরা পড়ল ক্যামেরা ৷ যে ভিডিও সামনে আসতেই আতঙ্কে কাঁপছে সাধারণ মানুষ ৷
advertisement
advertisement
Video clip of a roof being blown off at the undergraduate hostel in AIIMS Bhubaneshwar due to #CycloneFani #Fani #FaniCyclone #FaniUpdates pic.twitter.com/97c5ELQJ46
— Sitanshu Kar (@DG_PIB) May 3, 2019
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2019 2:26 PM IST