#শ্রীনগর: যৌন হেনস্থার ঘটনা দিনদিন বেড়েই চলেছে। কখনও মহিলারা আবার কখনও শিশুরা মাঝে মধ্যেই এই হেনস্থার শিকার হয় পৃথিবীর বিভিন্ন জায়গায়। ভারতেও দিন দিন এই ধরণের ঘটনা বেড়েই চলেছে। অনেকে আবার এই যৌন হেনস্থা থেকে ব্যবসা চালাচ্ছে। কিভাবে হচ্ছে? একটা দল বা চক্র কাজ করছে যারা অনলাইনে যৌনতাকে বিক্রি করছে। নানা জায়গায় বিশেষ করে শিশুদেরকে টার্গেট করা হচ্ছে। তারপর তাঁদের যৌন হেনস্থা করা হচ্ছে। এবং ভিডিও তুলে তা বেঁচে দেওয়া হচ্ছে বিভিন্ন পর্ন সাইটে। অনেক সময় টাকার লোভ দেখিয়েও শিশুদের শিকার বানানো হচ্ছে।
A man, a resident of Srinagar, J&K, arrested on the allegations of running an online child sexual abuse racket targeting minors living in the USA. Incriminating digital evidence incl 3 laptops, 5 mobiles, pen drives, handwritten notes recovered: Central Bureau of Investigation
— ANI (@ANI) December 22, 2020
এমনই চক্রের সন্ধান মিলল শ্রীনগরে। এক ব্যক্তি গ্রেফতার করা হয়েছে। তার কাছে থেকে বেশ কতগুলি পেনড্রাইভ, সিডি, ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। হাতে লেখা নোটও পাওয়া গেছে। এই চক্রে শুধু ভারতে জাল বিস্তার করেনি, দেশের বাইরেও রয়েছে এদের যোগাযোগ।
ওই ব্যক্তিকে জেরা করে জানা গেছে, তারা আমেরিকায় বসবাসকারী বাচ্চাদের টার্গেট করেছিল। সেখানকার বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে এই কাজ করার চেষ্টা চলছিল। তারা ভিডিও কল করেও বাচ্চাদের এই ফাঁদে ফেলার চেষ্টা করছিল। তবে ওই ব্যক্তি সফলতা পাননি। তার আগেই পুলিশ গ্রেফতার করে তাঁকে। এর সঙ্গে আরও যারা যারা জড়িত সকলকেই খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই খবর এএনআই তাঁদের ট্যুইটার পেজে ট্যুইট করে জানিয়েছে। তবে এই ধরণের ঘটনা দেশের মধ্যে আর কোথায় হচ্ছে তাও দেখা হচ্ছে। অনেকগুলো পর্ন সাইট ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সব দেশে পর্ন সাইট বন্ধ নয়। এমনকি পর্ন ছবিতে অভিনয় করাও দোষের নয়। তাই দেশে না হলে বিদেশে এই সব ভিডিওর চাহিদা রয়েছে। তাছাড়া চোরা চালানের মতোই লুকিয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয় এই ধরণের ভিডিও। আর তাতেই রমরমিয়ে চলে ব্যবসা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Srinagar