Tripura News: আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আবহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, ত্রিপুরার বড় খবর

Last Updated:

Tripura News: নারী ক্ষমতায়ন ও স্বশক্তিকরনে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের শক্তিশালী করার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন।

মানিক সাহার ফাইল ছবি
মানিক সাহার ফাইল ছবি
আগরতলা: আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আবহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল দ্বিতীয় বিজেপি আইপিএফটি জোট সরকার। দুই জনজাতি নারী নেত্রীকে দেওয়া হল প্রতিমন্ত্রীর পদমর্যাদার কার্যভার। একজন প্রতিষ্ঠিত জনজাতি বাচিক শিল্পী তথা প্রয়াত প্রাক্তন মন্ত্রী এন সি দেববর্মার কন্যা জয়ন্তী দেববর্মা, অপরজন বিজেপি নেত্রী তথা সমাজসেবী পাতালকন্যা জমাতিয়া। দুজনেই বিজেপি আইপিএফটি একই জোটের হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছেন ।
বিজয়ী হতে না পারলেও দুই নেত্রীকে নব নির্বাচিত সরকার যেভাবে যোগ্য সম্মান প্রদান করল, তা এক কথায় রাজ্যের ইতিহাসে নজিরবিহীন। গত শুক্রবারই বিজেপি নেত্রী পাতাল কন্যা জমাতিয়া এবং সহযোগী দল আইপিএফটি নেত্রী জয়ন্তী দেববর্মাকে প্রতিমন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন পদে নিযুক্তি দিল রাজ্য সরকার। "ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস"-এর চেয়ারপার্সন হিসেবে  জয়ন্তী দেববর্মা এবং "ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড"-এর চেয়ারপার্সন হিসাবে পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত করা হয়েছে। এজন্য দুজনকেই এদিন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
advertisement
advertisement
আরও পড়ুন- শনিবার নিজ রাশিতেই প্রবেশ করতে চলেছেন শনিদেব! এই ৪ রাশির ভাগ্য হবে আলোর মতো উজ্জ্বল
নারী ক্ষমতায়ন ও স্বশক্তিকরনে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারীদের শক্তিশালী করার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে বরাবরই আন্তরিক প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রীর নির্দেশিত দিশায় কাজ করছেন মুখ্যমন্ত্রী মানিক সাহাও, বলে জানিয়েছে দল। নারীদের বিভিন্ন দিক দিয়ে কল্যাণের জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করছেন তিনি। কলেজ পড়ুয়া ছাত্রীদের বিনামূল্যে পড়াশুনার ব্যবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য হেল্পলাইন-সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। আর এবার আরও একটি ঐতিহাসিক নজির স্থাপন করল মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরার রাজ্য সরকার। ত্রিপুরার ইতিহাসে সম্ভবত প্রথম বারের মতো নির্বাচনে বিজিত কোনও মহিলা প্রার্থীকে প্রতিমন্ত্রী পদমর্যাদার সমান দায়িত্বে আনা হল। শুক্রবারই রাজ্য সরকারের পক্ষ থেকে পাতাল কন্যা জমাতিয়া এবং জয়ন্তী দেববর্মাকে দুটি পৃথক সংস্থার চেয়ারপার্সন হিসেবে নিযুক্তি দেওয়া হয়।
advertisement
শুক্রবার রাজ্য সরকারের অবর সচিব (আন্ডার সেক্রেটারি) জয় দত্ত দু'টি পৃথক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছেন। সে মোতাবেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন "ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস"--এর চেয়ারপার্সন হিসেবে  জয়ন্তী দেববর্মা এবং "ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড"-এর চেয়ারপার্সন হিসাবে পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হয়েছেন। এই ঘোষণায় এখন থেকে তাঁরা দুজনে প্রতিমন্ত্রীর সুযোগ সুবিধাদি ভোগ করতে পারবেন। উল্লেখ্য, জয়ন্তী দেববর্মা প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার কন্যা। এবার তিনি আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আইপিএফটি প্রার্থী হিসেবে লড়াই করেন। আর পাতাল কন্যা জমাতিয়া অম্পি কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেন।
advertisement
সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা দুজনকেই এদিন শুভেচ্ছা জানিয়েছেন। তিনি জানান, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় "ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস"-এর চেয়ারপার্সন হিসেবে শ্রীমতি জয়ন্তী দেববর্মা এবং "ত্রিপুরা রিহেবিলিটেশান প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেড" এর চেয়ারপার্সন হিসাবে শ্রীমতি পাতালকন্যা জমাতিয়া নিযুক্ত হ‌ওয়ায়, আমি দুজনকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। দু’জন নারী শক্তির কর্মদক্ষতায় এই দুটি প্রতিষ্ঠানে নতুন গতি সঞ্চারিত হবে বলে আমি প্রত্যাশা রাখি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura News: আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আবহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত, ত্রিপুরার বড় খবর
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement