৫ মাসে ৪ বার...! হাতের তালুতে 'শেষ চিঠি' ডাক্তার তরুণীর, পুলিশের সঙ্গে নাম রয়েছে সাংসদেরও! 

Last Updated:

Satara Female Doctor Case: মহারাষ্ট্রের সাতারা জেলায় এক মহিলা চিকিৎসকের আত্মহত্যা ঘিরে নয়া মোড়। তালুতে সাব-ইন্সপেক্টরের নাম লিখে যাওয়ার পাশাপাশি, চার পাতার সুইসাইড নোটে উঠে এসেছে এক সাংসদের নামও।

সাতারা কাণ্ড: চারবার ধর্ষণ, নকল সার্টিফিকেটের চাপ, আর এবার আত্মহত্যার আগে চারপাতার চিঠি — নাম উঠল সাংসদেরও! 
সাতারা কাণ্ড: চারবার ধর্ষণ, নকল সার্টিফিকেটের চাপ, আর এবার আত্মহত্যার আগে চারপাতার চিঠি — নাম উঠল সাংসদেরও! 
মহারাষ্ট্রের সাতারা জেলার এক সরকারি হাসপাতালে কর্মরত এক মহিলা চিকিৎসক আত্মহত্যা করেছেন। শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা চিকিৎসক হোটেল কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যুর আগে তিনি নিজের তালুতে আত্মহত্যার কারণ লিখে যান। সেখানে তিনি এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণ ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।
এখন সেই ঘটনার মোড় ঘুরেছে। জানা গিয়েছে, ওই মহিলা চিকিৎসক শুধু তালুতেই নয়, আত্মহত্যার আগে চার পাতার একটি সুইসাইড নোটও রেখে গিয়েছেন। সেই নোটে রয়েছে এক সাংসদের নামও। চিঠিতে তিনি লিখেছেন, তাঁকে পুলিশ কর্তারা অভিযুক্তদের নকল ফিটনেস সার্টিফিকেট দিতে বাধ্য করছিল।
advertisement
advertisement
অনেক অভিযুক্তকে নাকি মেডিক্যাল পরীক্ষার জন্য হাজিরও করা হয়নি, তবু সার্টিফিকেট দিতে বলা হয়েছিল। তিনি তাতে রাজি না হওয়ায় শুরু হয় মানসিক ও পেশাগত হেনস্থা। এক ঘটনায় তিনি লিখেছেন, যখন তিনি সার্টিফিকেট দিতে অস্বীকার করেন, তখন এক সাংসদের দুই ব্যক্তিগত সহকারী হাসপাতালে এসে উপস্থিত হন। পরে তাঁরা সাংসদকে ফোনে সংযোগ করান, আর সাংসদ তাঁকে হুমকি দেন।
advertisement
ওই ২৬ বছরের চিকিৎসক সাতারার ফলতন উপজেলার উপ-জেলা হাসপাতালে মেডিক্যাল অফিসার হিসেবে কাজ করছিলেন। প্রায় ২৩ মাস ধরে চাকরি করছিলেন তিনি, বন্ড পিরিয়ড শেষ হতে বাকি ছিল আর এক মাস। তারপরই তিনি এমডি করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিন্তু মৃত্যুর আগে নিজের তালুতে তিনি লিখে যান— “সাব-ইন্সপেক্টর গোপাল বাদনে আমাকে চারবার ধর্ষণ করেছে। পাঁচ মাস ধরে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে।”
advertisement
চার পাতার সুইসাইড নোটে যন্ত্রণা:
চিঠিতে ওই চিকিৎসক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, কীভাবে পুলিশের কয়েকজন আধিকারিক অভিযুক্তদের মেডিক্যাল পরীক্ষার রিপোর্টে ভুয়ো সার্টিফিকেট দিতে বলেন। তিনি অস্বীকার করতেই শুরু হয় হেনস্থা। এক ঘটনায় তিনি উল্লেখ করেছেন— এক সাংসদের দুই সহকারী হাসপাতালে এসে তাঁকে ফোনে সাংসদের সঙ্গে কথা বলান, আর সাংসদ ইশারায় তাঁকে ভয় দেখান।
advertisement
সাতারা চিকিৎসক আত্মহত্যা, মহারাষ্ট্র সংবাদ, মহিলা চিকিৎসক ধর্ষণ মামলা, গোপাল বাদনে, নকল ফিটনেস সার্টিফিকেট, সাংসদের জড়িত থাকা, দেবেন্দ্র ফড়নবীস, সাতারা পুলিশ, মহিলা চিকিৎসকের সুইসাইড নোট, মহারাষ্ট্র হাসপাতাল, ফলতন হাসপাতাল, মানসিক নির্যাতন, ধর্ষণের অভিযোগ,Satara doctor suicide, Maharashtra news, lady doctor rape case, Gopal Badane, fake fitness certificate, MP involvement, Devendra Fadnavis, Satara police, female doctor suicide note, Maharashtra hospital, Phaltan hospital, mental harassment, rape allegations,
advertisement
সাতারা কাণ্ড: চারবার ধর্ষণ, নকল সার্টিফিকেটের চাপ, আর এবার আত্মহত্যার আগে চারপাতার চিঠি — নাম উঠল সাংসদেরও!
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ:
ঘটনা জানাজানি হতেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বিষয়টি গুরুত্ব সহকারে নেন। তিনি সাতারার পুলিশ সুপার তুষার দোশির সঙ্গে ফোনে কথা বলেন এবং আত্মহত্যা নোটে উল্লেখিত পুলিশ সাব-ইন্সপেক্টর গোপাল বাদনেকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, মৃত চিকিৎসক বিড জেলার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার রাতে সাতারার ফলতনের একটি হোটেল ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
advertisement
পুলিশের বক্তব্য:
পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসক তাঁর তালুতে লেখা সুইসাইড নোটে উল্লেখ করেছেন যে সাতারার এক পুলিশ সাব-ইন্সপেক্টর তাঁকে গত পাঁচ মাসে একাধিকবার ধর্ষণ করেছে। আরও একজন ব্যক্তি, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত বাংকার, তাঁকে মানসিকভাবে হেনস্থা করতেন। এই অভিযোগের ভিত্তিতে গোপাল বাদনে এবং প্রশান্ত বাংকারের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৫ মাসে ৪ বার...! হাতের তালুতে 'শেষ চিঠি' ডাক্তার তরুণীর, পুলিশের সঙ্গে নাম রয়েছে সাংসদেরও! 
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement