অসমের শিক্ষা দফতরে ব্রাত্য রবিঠাকুর, বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তী পালনে বাধা !

Last Updated:

রবিঠাকুরের জন্মতিথি পালনকে কেন্দ্র করে এবার বিতর্কের ঝড় উঠল গোটা অসম উপত্যকায় ৷

#গুয়াহাটি: রবিঠাকুরের জন্মতিথি পালনকে কেন্দ্র করে এবার বিতর্কের ঝড় উঠল গোটা অসম উপত্যকায় ৷ দীর্ঘদিনের প্রথা ভেঙে অসমের বিদ্যালয়গুলিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনে বাধার মুখে পড়তে চলল অসমের বিদ্যালয়গুলি ৷ অসম শিক্ষা দফতরের নতুন এক নির্দেশ নিয়েই বিতর্ক উঠল অসমের নানা মহলে ৷
মঙ্গলবার অর্থাৎ ৯ মে রবিঠাকুরের ১৫৭ তম জন্মজয়ন্তী ৷ আর তা কীভাবে পালন করা হবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অসমের বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা ৷ আর এই সমস্যার মূলে রয়েছে রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্যদ ও স্টেট কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ৷
অসমের একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্যদ ও স্টেট কাউন্সিল অব এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের অ্যাকাডেমিকের বাৎসরিক ক্যালেন্ডারে রবিঠাকুরের জন্মজয়ন্তী পালনের কোনও উল্লেখ নেই ৷ আর এই নিয়েই নানা প্রশ্ন উঠেছে শিক্ষা মহল ছাড়াও অন্যান্য মহলে ৷ অনেকেই মনে করছেন, অসমের মসনদ এখন বিজেপি শাসিত ৷ এই সরকার সৌভাতৃত্বের কথা বললেও, চিত্রটা বিপরীতই ৷ স্বভাবতই এই নিয়ে বিরোধী দলের মধ্যে নিন্দার ঝড় বইতে শুরু করেছে ৷ তবে বিপদে পড়েছেন অসমের বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা ৷ সবার মুখে একটাই প্রশ্ন, রবিঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করলে কি ‘নির্দেশিকা অমান্য’ করা হবে ? এই প্রশ্নের মুখে পড়ে, দোটানায় পড়েছেন বিদ্যালয়ের অধ্যক্ষরা ৷
advertisement
advertisement
বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ অসমের এক বাংলা দৈনিককে জানিয়েছে, ‘বর্তমান মুখ্যমন্ত্রী বরাক ও ব্রহ্মপুত্রের মিলেনর কথা বলেন, এক হয়ে চলার কথা বলেন ৷ অথচ শিক্ষাক্ষেত্রে অ্যাতাডেমিক ক্যালেন্ডার তৈরি করার সময় রবিঠাকুরকে ভুলে যান ৷ এর থেকে পরিতাপের বিষয় আর কী হতে পারে ?’
বাংলা খবর/ খবর/দেশ/
অসমের শিক্ষা দফতরে ব্রাত্য রবিঠাকুর, বিদ্যালয়ে রবীন্দ্রজয়ন্তী পালনে বাধা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement