• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • প্রচণ্ড বৃষ্টিতে বিপর্যস্ত হ্যাভলক দ্বীপ, আটকে প্রায় ৮০০ পর্যটক !

প্রচণ্ড বৃষ্টিতে বিপর্যস্ত হ্যাভলক দ্বীপ, আটকে প্রায় ৮০০ পর্যটক !

ভারী বৃষ্টিপাতের জেরে আন্দামানের হ্যাভেলক দ্বীপে আটকে পড়েছেন প্রায় ৮০০ পর্যটক।

ভারী বৃষ্টিপাতের জেরে আন্দামানের হ্যাভেলক দ্বীপে আটকে পড়েছেন প্রায় ৮০০ পর্যটক।

ভারী বৃষ্টিপাতের জেরে আন্দামানের হ্যাভেলক দ্বীপে আটকে পড়েছেন প্রায় ৮০০ পর্যটক।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #পোর্টব্লেয়ার : গোটা উত্তর ভারত যখন শীতে জবুথবু ৷ তখন প্রচণ্ড বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৷ এর ফলে ভালমতোই সমস্যায় পড়েছেন আন্দামানের হ্যাভলক দ্বীপপুঞ্জে বেড়াতে যাওয়া পর্যটকরা ৷

  এই জাহাজগুলি হল INS বিত্রা, বাঙ্গারাম, কুম্ভির ও LCU ৩৮। ওই চারটি জাহাজ আটক পর্যটকদের উদ্ধার করে পোর্টব্লেয়ারে ফিরিয়ে আনতে সহায়তা করবে। গত তিন দিন ধরে নাগাড়ে বৃষ্টি হচ্ছে আন্দামানে। দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মাঝে তৈরি হওয়া গভীর নিম্নচাপের ফলেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ আগামী ২৪ ঘণ্টা ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
  Havelock-Island-3017_12
  First published: