আম্মাকে হারিয়ে স্তব্ধ চেন্নাই, শোকে মৃত ৭৭
Last Updated:
প্রয়াত ‘আম্মা’ জয়রাম জয়ললিতা ৷ অগণিত ভক্তদের প্রার্থনা ব্যর্থ করে সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জননেত্রী ৷
#চেন্নাই: প্রয়াত ‘আম্মা’ জয়রাম জয়ললিতা ৷ অগণিত ভক্তদের প্রার্থনা ব্যর্থ করে সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন জননেত্রী ৷ মৃত্যুর খবরে ভেঙে পড়ে গোটা তামিলনাড়ু ৷ আম্মাকে হারিয়ে স্তব্ধ চেন্নাই ৷ জয়ললিতার প্রয়াণে শোকস্তব্ধ সমগ্র রাজনৈতিক মহলও । আম্মা আর নেই ৷ এই শোক সহ্য করতে না পেরে তামিলনাড়ুতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭ জনের ৷ AIADMK-র তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ আম্মার অসুস্থা ও মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরে মৃত্যু হয়েছে ৭৭ জনের ৷
শোকের জন্য মৃত্যু হওয়া প্রত্যেকজনের পরিবারকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে পার্টির তরফে ৷ চলতি মাসের ৫ তারিখ মৃত্যু হয় মুখ্যমন্ত্রী জয়ললিতার ৷ তার মৃত্যু খবর প্রকাশ হওয়ার পর একজন কর্মী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এবং আরেকজন নিজের আঙুল কেটে ফেলেন ৷ তাদের দু’জন কেউ ৫০ হাজার টাকার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে ৷
advertisement
আড়াই মাসের লড়াই শেষ হল সোমবার রাতে। প্রয়াত তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। বয়স হয়েছিল ৬৮ বছর। ২২ সেপ্টেম্বর চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হন তিনি। এতোদিন ধরে যে মৃত্যুর সঙ্গে লড়াই চলছিল তাঁর, তাতে হার মানলেন জয় আম্মা। সোমবার রাত সাড়ে এগোরটা নাগাদ প্রয়াত হলেন জয়ললিতা। সোয়া বারোটায় তার মৃত্যু সংবাদ জানানো হয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 08, 2016 12:15 PM IST