Maharashtra Crisis: বিদ্রোহী বিধায়কদের জন্য পাঁচতারায় ঘর ও অন্য পরিষেবা! সব মিলিয়ে একদিনে খরচ কত?

Last Updated:

Guwahati Radisson Blue hotel Cost: গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের ঘরের জন্য সাত দিনে ৫৬ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, জানিয়েছে হোটেলের এক সূত্র এবং স্থানীয় রাজনীতিবিদরা।

Eknath Shinde in Guwahati
Eknath Shinde in Guwahati
#গুয়াহাটি: গুয়াহাটির একটি পাঁচতারা হোটেলে মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নিয়ে উঠেছেন বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে! আর তার পর থেকেই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার চরম এক রাজনৈতিক সংকটে পড়েছে। শিবসেনা বর্তমানে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং কংগ্রেসের সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদি জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে। উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া একনাথ শিন্ডে স্পষ্ট জানিয়েছেন, তিনি চান শিবসেনা এনসিপি এবং কংগ্রেসকে ছেড়ে দিয়ে বিজেপির সঙ্গে জোট গড়ে সরকার চালাক। এক বিশেষ সূত্রের খবর, সাত দিনের জন্য গুয়াহাটির ওই হোটেলের ৭০ টি রুম বুক করা হয়েছে। একনাথ শিন্ডের নেতৃত্বে বিধায়করা প্রথমে বিজেপি শাসিত গুজরাটের সুরাটের একটি হোটেলে ছিলেন। বুধবার তাঁরা বিজেপি শাসিত আরেকটি রাজ্য অসমের গুয়াহাটিতে গিয়ে ওঠেন।
গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলের ঘরের জন্য সাত দিনে ৫৬ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, জানিয়েছে হোটেলের এক সূত্র এবং স্থানীয় রাজনীতিবিদরা। এর সঙ্গে যোগ হচ্ছে প্রতিদিনের খাবার এবং অন্যান্য পরিষেবা যার আনুমানিক খরচ দৈনিক ৮ লক্ষ। এর মধ্যে জুড়বে চার্টার্ড বিমান সহ অন্যান্য পরিবহন ব্যবস্থার খরচা।
advertisement
advertisement
একনাথ শিন্ডে নির্দল সহ প্রায় ৪০ জন বিধায়কের সঙ্গে গুয়াহাটিতে রয়েছেন। শিবসেনাকে কংগ্রেস এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি বা এনসিপির সঙ্গে জোট ভাঙার দাবি জানিয়ে শিন্ডে জানান, শিবসেনা নেতারাই জোট শাসনের গত আড়াই বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিদ্রোহীরা জানিয়েছেন, নতুন সরকার গঠনের জন্য শিবসেনার ‘প্রকৃত মিত্র’ বিজেপির সঙ্গে জোট করা উচিত। বিধায়করা এক সপ্তাহের জন্য গুয়াহাটিতে হোটেল বুক করে ইঙ্গিত দিয়েছেন যে তাঁরা দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুত।
advertisement
অন্যদিকে, শিবসেনার প্রধান মুখপাত্র সঞ্জয় রাউত এদিন বলেন, “আমরা মহারাষ্ট্রের এমভিএ (মহা বিকাশ আঘাদি) সরকার থেকে বেরিয়ে যেতে প্রস্তুত, তবে দলের বিদ্রোহীদের ২৪ ঘণ্টার মধ্যে মুম্বইতে ফিরে আসতে হবে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Crisis: বিদ্রোহী বিধায়কদের জন্য পাঁচতারায় ঘর ও অন্য পরিষেবা! সব মিলিয়ে একদিনে খরচ কত?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement