6G In India: ডিজিটাল দুনিয়ায় গেমচেঞ্জার ভারত, 6G-র জন্যে তৈরি কি? হুড়মুড়িয়ে বাড়বে ইন্টারনেট স্পিড, কানেকটিভিটি হবে দুর্দান্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
6G In India: একটা টাচেই উঠবে ঝড়, এবার নেট দুনিয়া কাঁপাতে আসবে ৬জি , ভারতই দেখাবে পথ
নয়াদিল্লি: এশিয়ার বৃহত্তম প্রযুক্তি ইভেন্ট ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (আইএমসি) ২০২৫ নতুন দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করেন এবং তাঁর বক্তৃতায় তিনি ভারতের স্বদেশীয় 4G স্ট্যাককে একটি বড় প্রযুক্তিগত পদক্ষেপ অর্জন হিসেবে উল্লেখ করেন। তিনি এটিকে ভারতের দেশীয় প্রযুক্তির উন্নয়নের মাইলস্টোন বলেছেন। প্রধানমন্ত্রী মোদি বলেন যে এই নতুন 4G সিস্টেম কেবল দ্রুত ইন্টারনেট গতি এবং নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করবে না, বরং পরিষেবাগুলিকে আরও নির্ভরযোগ্য করে তুলবে।
প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উল্লেখ করেছেন যে গত দশকে ভারতের টেলিযোগাযোগ যাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তিনি বলেছেন যে ভারতের 6G প্রযুক্তি গ্রহণ এবং উন্নয়ন ২০৩৫ সালের মধ্যে দেশের জিডিপিতে ১.২ ট্রিলিয়ন ডলার যোগ করতে পারে। “২০৩৫ সালের মধ্যে, ৬জি-র সাহায্যে এই মূল্য সংযোজনগুলি ভারতের জিডিপিতে ১.২ ট্রিলিয়ন ডলার যোগ করার সম্ভাবনা রয়েছে৷” সিন্ধিয়া ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৫-এর অংশ হিসাবে আয়োজিত আন্তর্জাতিক ৬জি সিম্পোজিয়ামে বলেন।
advertisement
advertisement
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উল্লেখ করেন যে গত দশকে ভারতের টেলিযোগাযোগ যাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তিনি বলেন, “আমরা 4G-তে বিশ্বের চেয়ে পিছিয়ে ছিলাম, 5G-তে আমরা বিশ্বের সঙ্গে হাঁটছিলাম, কিন্তু 6G-তে ভারত বিশ্বকে নেতৃত্ব দেবে৷” তিনি আরও বলেন যে সরকারের লক্ষ্য এখন আর বিশ্বব্যাপী প্রযুক্তি গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দেশীয়ভাবে সেগুলি তৈরি করা। সিন্ধিয়া বলেন, “ভারত আর কেবল প্রযুক্তির উপভোক্তা নয়। আমরা প্রযুক্তি তৈরির চেষ্টা করি৷”
advertisement
সিন্ধিয়া আরও জোর দিয়ে বলেন যে 6G এর প্রভাব দ্রুত যোগাযোগের বাইরেও অনেক বেশি বিস্তৃত হবে। “6G আমাদের জীবনের প্রতিটি দিককে রূপান্তরিত করবে। কৃষি, স্মার্ট সিটি, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে এর ব্যাপক প্রভাব পড়বে৷ ” ভারত তার 6G মিশনকে ত্বরান্বিত করার সময় এই মন্তব্য করা হল, যেখানে শিল্প ও শিক্ষাবিদরা ভারত 6G অ্যালায়েন্সের অধীনে দেশীয় মান এবং প্রয়োগ বিকাশের জন্য সহযোগিতা করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2025 4:28 PM IST