Book Fair : বিনামূল্যে প্রবেশের সুবিধা! বিনা পয়সায় বই! নয়াদিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ারের শেষ দিনে চরম বিশৃঙ্খলা, যেন মগের মুলুক!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
New Delhi Book Fair : নয়াদিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার (NDWBF)-এর ৫৩তম সংস্করণ রবিবার শেষ হয়েছে। দর্শনার্থীর সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রথমবারের মতো বিনামূল্যে প্রবেশের সুবিধার কারণে এই মেলায় ২০ লক্ষেরও বেশি বইপ্রেমী অংশ নেন।
নয়াদিল্লি: নয়াদিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার (NDWBF)-এর ৫৩তম সংস্করণ রবিবার শেষ হয়েছে। দর্শনার্থীর সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রথমবারের মতো বিনামূল্যে প্রবেশের সুবিধার কারণে এই মেলায় ২০ লক্ষেরও বেশি বইপ্রেমী অংশ নেন। ৯ দিনব্যাপী এই উৎসবে বিপুল ভিড় স্টলগুলিতে ভিড় জমায়, লেখক সেশন উপভোগ করে এবং নানা আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেয়।
শিক্ষামন্ত্রকের অধীনে ন্যাশনাল বুক ট্রাস্ট (NBT) আয়োজিত এই মেলায় ৩৫টিরও বেশি দেশের এক হাজারের বেশি প্রকাশক অংশ নেন। মোট ৬০০-র বেশি বিশেষ অনুষ্ঠান ও এক হাজার বক্তা এই মেলার অংশ ছিলেন। পরিবার, ছাত্রছাত্রী এবং প্রথমবার আসা দর্শনার্থীরা মেলাটি ঘুরে দেখেন, আর প্রকাশকরা বিশেষ করে শিশু ও সাধারণ পাঠক বিভাগে বেশি বিক্রি ও গভীর আগ্রহের কথা জানান।
advertisement
মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাতার ও স্পেনের সংস্কৃতিমন্ত্রীরা। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
advertisement
এই বইমেলায় ৩৫টিরও বেশি দেশ যোগ দেয়। এখানে বহুভাষিক কবিতা, শিশু সাহিত্য, থিয়েটার এবং সাহিত্য অনুবাদে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল ১,০০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত ‘ভ্যালার অ্যান্ড উইজডম @৭৫’ শীর্ষক ইন্ডিয়ান মিলিটারি হিস্ট্রি প্যাভিলিয়ন। এখানে ৫০০-র বেশি বই প্রদর্শিত হয়, ১০০টিরও বেশি বিশেষ সেশন অনুষ্ঠিত হয় এবং অর্জুন ট্যাঙ্ক, আইএনএস বিক্রান্ত ও এলসিএ তেজসের পূর্ণাকৃতির প্রতিরূপ প্রদর্শন করা হয়।
advertisement
advertisement
ভারতীয় সেনাবাহিনীর প্রধান ও নৌবাহিনীর প্রধান দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। সিনিয়র অফিসার ও প্রাক্তন সেনাপ্রধানরা কার্গিল যুদ্ধের অভিজ্ঞতা, সশস্ত্র বাহিনীতে মহিলাদের ভূমিকা এবং পরম বীর চক্র প্রাপকদের উত্তরাধিকার নিয়ে নিজেদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ভাগ করে নেন।
আরও পড়ুন- ‘বাবা, আমি মরতে চাই না, বাঁচাও!’ নয়ডার ইঞ্জিনিয়ারের শেষ আর্তি, কেন বাঁচানো গেল না তাঁকে?
‘কিডজ এক্সপ্রেস’ প্যাভিলিয়নের মাধ্যমে শিশু ও পরিবারগুলোর ব্যাপক অংশগ্রহণ দেখা যায়, যেখানে গল্প বলা, কুইজ, শিল্পকলা কর্মশালা এবং শিশু লেখকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 10:21 PM IST









