Rajasthan News: অস্ত্রোপচার হতেই মহিলার পেট থেকে এ কী বেরল! দেখে শিউরে উঠল সকলেই
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Rajasthan News: ওই বৃদ্ধার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম ছিল। যার ফলে অস্ত্রোপচার করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
দুঙ্গরপুর: বেশ কয়েক দিন ধরেই পেটে ব্যথা হচ্ছিল ৭৮ বছর বয়সি বৃদ্ধার। দিন দিন সেই যন্ত্রণা বেড়েই চলেছিল। এর পরেই তাঁর বেশ কয়েকটি টেস্ট করানো হয়। সোনোগ্রাফির রিপোর্ট আসার পর যা দেখা গেল, তা চমকে যাওয়ার মতো। সেই মহিলার পেটে একটি বিশাল মাংস পিণ্ড ছিল। যেটি তাঁর দেহ থেকে বার করাও কার্যত কঠিন হয়ে দাঁড়ায়।
ওই বৃদ্ধার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম ছিল। যার ফলে অস্ত্রোপচার করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু তার পরেও সেই মহিলার দেহ থেকে সেই বৃহৎ মাংসপিণ্ড বার করা হয়।
দুঙ্গরপুর মেডিক্যাল কলেজের স্ত্রী রোগ বিশেষজ্ঞ মনিকা দামর জানান, সেই বৃদ্ধা দীর্ঘ দিন ধরে পেটে ব্যাথায় ভুগছিলেন। হিমোগ্লোবিন কম থাকার কারণে অস্ত্রোপচারের সময় তাঁকে তিন ইউনিট রক্ত দেওয়া হয় । মঙ্গলবার সেই মহিলার অস্ত্রোপচার হয়।
advertisement
advertisement
জানা যায়, দু'ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। এর পর সেই মহিলার পেট থেকে পাঁচ কেজির একটি মাংসপিণ্ড বার করা হয়। সেটির আকার নাকি ক্রমশ বেড়ে চলেছিল। সেই কারণেই আরও কষ্ট পাচ্ছিলেন মহিলা। অস্ত্রোপচারের পর সেই মহিলা এখন ভাল আছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 1:15 PM IST