জেলে অভিনব দৃশ্য ! মুসলিম বন্দীদের সঙ্গে বসে রোজা সারল হিন্দু বন্দীরাও
Last Updated:
মুজফ্ফরনগর জেলে একটা অভিনব দৃশ্য দেখা গেল এদিন ৷
#নয়াদিল্লি: রমজান শুরু হয়ে গিয়েছে ৷ মুজফ্ফরনগর জেলে একটা অভিনব দৃশ্য দেখা গেল এদিন ৷ ১১৭৪ মুসলিম বন্দীদের সঙ্গে রোজা সারতে বসল ৩২ জন হিন্দু বন্দীও ৷ সন্ধ্যার ইফতারের জন্য বন্দীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল জেলের তরফে ৷ সবার জন্য দুধ এবং ড্রাই ফ্রুটসের ব্যবস্থা ছিল জেলের মধ্যেই ৷ সেখানেই মুসলিম বন্দীদের সঙ্গে একসঙ্গে বসেই ইফতার সারল হিন্দু বন্দীরাও ৷
সংবাদসংস্থা পিটিআই-এ খবর অনুযায়ী মুজফ্ফরনগর জেলে মোট ২৬০০ জন বন্দী রয়েছে ৷ যার মধ্যে ১১৭৪ জনই মুসলিম ৷ মুসলিম বন্দীদের সংখ্যাগরিষ্ঠতার জন্য রমজানের মাসে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতেই হত জেল কর্তৃপক্ষের ৷ রোজাতে মুসলিম বন্দীদের সঙ্গে তাই যোগ দিয়েছিল বেশ কিছু হিন্দু বন্দীরাও ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2017 8:58 PM IST