#নয়াদিল্লি: মাঝ আকাশ থেকে ফিরল বিমান ৷ বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জেট এয়ারওয়েজ ৷
বিমানের প্রেশার নিয়ন্ত্রণের সুইচ অন করতে ভুলে যান বিমানকর্মী ৷ যার জেরে কেবিন প্রেশার কমে যায় ৷ কেবিন প্রেশারে হেরফের হওয়ার ফলে বিমান মাঝ আকাশে ওঠার পরেই অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা ৷ নাক এবং কান থেকে রক্তপাত শুরু করে ৷ মুম্বই থেকে জয়পুর যাচ্ছিল বিমানটি ৷
জেট এয়ারওয়েজের বিমানে ছিলেন ১৬৬ জন যাত্রী ৷ তার মধ্যে মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন ৩০ জন যাত্রী ৷ নাক এবং কান থেকে রক্তক্ষরণের পাশাপাশি কয়েকজনের মাথায় যন্ত্রণা শুরু হয় ৷ অক্সিজেন মাস্ক ব্যবহার করা স্বত্ত্বেও সমস্যা এড়ানো যায়নি ৷ জরুরিকালীন ভিত্তিতে বিমান নামানো হয় মুম্বই বিমানবন্দরে ৷ বিমানবন্দরেই অসুস্থ যাত্রীদের চিকিৎসা শুরু হয় ৷
আরও পড়ুন: ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকের আর্জি জানিয়ে মোদিকে চিঠি ইমরানের
জেট এয়ারওয়েজের B737 বিমানে এই ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত বিমানকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা ৷ অভিযুক্তকে আপাতত কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে ৷ ঘটনাটির তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jet Airways