মাঝ আকাশে অসুস্থ ৩০ জন বিমানযাত্রী ! নাক এবং কান থেকে শুরু হয় রক্তপাত...

During climb, crew forgot to select 'bleed switch' due to which oxygen masks got deployed (TV grab)

During climb, crew forgot to select 'bleed switch' due to which oxygen masks got deployed (TV grab)

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: মাঝ আকাশ থেকে ফিরল বিমান ৷ বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জেট এয়ারওয়েজ ৷

    বিমানের প্রেশার নিয়ন্ত্রণের সুইচ অন করতে ভুলে যান বিমানকর্মী ৷ যার জেরে কেবিন প্রেশার কমে যায় ৷ কেবিন প্রেশারে হেরফের হওয়ার ফলে বিমান মাঝ আকাশে ওঠার পরেই অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা ৷ নাক এবং কান থেকে রক্তপাত শুরু করে ৷ মুম্বই থেকে জয়পুর যাচ্ছিল বিমানটি ৷

    জেট এয়ারওয়েজের বিমানে ছিলেন ১৬৬ জন যাত্রী ৷ তার মধ্যে মাঝ আকাশেই অসুস্থ হয়ে পড়েন ৩০ জন যাত্রী ৷ নাক এবং কান থেকে রক্তক্ষরণের পাশাপাশি কয়েকজনের মাথায় যন্ত্রণা শুরু হয় ৷ অক্সিজেন মাস্ক ব্যবহার করা স্বত্ত্বেও সমস্যা এড়ানো যায়নি ৷ জরুরিকালীন ভিত্তিতে বিমান নামানো হয় মুম্বই বিমানবন্দরে ৷ বিমানবন্দরেই অসুস্থ যাত্রীদের চিকিৎসা শুরু হয় ৷

    আরও পড়ুন: ভারত-পাক দ্বিপাক্ষিক বৈঠকের আর্জি জানিয়ে মোদিকে চিঠি ইমরানের

    জেট এয়ারওয়েজের B737 বিমানে এই ঘটনাটি ঘটে ৷ অভিযুক্ত বিমানকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা ৷ অভিযুক্তকে আপাতত কাজ থেকে সাসপেন্ড করা হয়েছে ৷ ঘটনাটির তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো ৷

    First published:

    Tags: Jet Airways