সেনার সাফল্য! পুলওয়ামায় খতম তিন জইশ জঙ্গি, স্থগিত ইন্টারনেট পরিষেবা

Last Updated:

এই ঘটনার জেরে পুলওয়ামা অঞ্চলে ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

#শ্রীনগর: জঙ্গি-সেনার গুলিযুদ্ধে ফের রণক্ষেত্রের আকার নিল পুলওয়ামা। বুধবার সকালে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার কঙ্গন অঞ্চলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ৩ জইশ জঙ্গির।
সূত্র মারফত খবর পেয়ে এদিন সকালেই কঙ্গন অঞ্চল ঘিরে ফেলে সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের বিশাল বাহিনী। ৫৫ নং রাষ্ট্রীয় রাইফেল এবং সিআরপিএফ-এর ১৮৩ নং ব্যটেলিয়ান তন্নতন্ন করে খুঁজতে থাকেন জঙ্গি ঘাঁটি। ঠিক এই সময়েই গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা। গুলির লড়াইয়ে মারা যায় তিন জঙ্গি। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি।
advertisement
জম্মু কাশ্মীর পুলিশের এক অফিসার বলেন, " সূত্র মারফত আমরা জানতে পারি, আসতান মহল্লায় তিনজন জইশ-ই-মহম্মদ জঙ্গি লুকিয়ে আছে। সেই মতোই আমাদের অপারেশন পরিকল্পনা করা হয়।" সূত্রের খবর ওই তিনজনের একজন জইশ কম্যান্ডার ছিল।
advertisement
এই ঘটনার জেরে পুলওয়ামা অঞ্চলে ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/দেশ/
সেনার সাফল্য! পুলওয়ামায় খতম তিন জইশ জঙ্গি, স্থগিত ইন্টারনেট পরিষেবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement