Death after consuming mushroom: মাশরুম খাওয়াই কাল হল! একই পরিবারের তিন শিশুর মৃত্যু, অসুস্থ আরও ৯
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Death after consuming mushroom: মর্মান্তিক ঘটনা ঘটল মেঘালয়ে। মাশরুম খেয়ে মারা গিয়েছে একই পরিবারের তিন শিশু। এ ছাড়াও পরিবারের অন্য নয় জন সদস্য অসুস্থ।
শিলং: মর্মান্তিক ঘটনা ঘটল মেঘালয়ে। মাশরুম খেয়ে মারা গিয়েছে একই পরিবারের তিন শিশু। এ ছাড়াও পরিবারের অন্য নয় জন সদস্য অসুস্থ। ঘটনাটি ঘটেছে শনিবার মেঘালয়ের পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে। ডেপুটি কমিশনার বিএস সোহলিয়া জানিয়েছেন, সাফাই গ্রামে জংলি মাশরুম খেয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পরিবারে মোট ১২ জন সদস্য ওই মাশরুম রান্না করে খেয়েছিলেন। মাশরুম খাওয়ার পরেই পরিবারের তিন সদস্যে, অর্থাৎ তিন শিশুর মৃত্যু হয়। পরিবারের বাকি নয় জন সদস্যদের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার বিএস সোহলিয়া। মৃত শিশুদের মধ্যে প্রত্যেকের বয়স ৮ বছর থেকে ১২ বছরের মধ্যে। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
advertisement
advertisement
বিষাক্ত মাশরুম খেয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। কয়েক ধরনের মাশরুম স্বাস্থ্যের জন্য উপকারী হলেও, অনেক মাশরুমই খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। কী ধরনের মাশরুম খেয়ে দুর্ঘটনা ঘটল জানা যায়নি। এই ভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2024 11:52 PM IST