OMG! ঠেলাগাড়িতে পান-সিঙারা বিক্রি করে যোগীরাজ্যে ২৫৬ জন কোটিপতি

Last Updated:

বড় বড় কাজে ব্যস্ত কত রোজগার করেন? আর যাঁরা রাস্তার ধারে দাঁড়িয়ে ঠেলায় জিনিস বিক্রি করে তাঁদের করুণার চোখে দেখেন, সমঝে যান...

#কানপুর: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে বিগ ডেটা সফটওয়্যার, আয়কর বিভাগ (Income Tax Department)  আর জিএসটি রেজিস্ট্রেশনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য৷ রাস্তার ধারে ঠেলা করে পান, চাট, সিঙারা (Paan, Chaat and Samosa)  বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন৷ আর এক -দুই জন নয়, নয় নয় করে ২৫৬ জনকে এরকম পাওয়া গেছে৷ এছাড়া যাঁরা ভাঙাচোরা জিনিসের কারবার করেন তাঁদের কাছে তিন -তিনটি গাড়ি, কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে৷
কানপুরের আয়কর বিভাগ (Income Tax Department)  তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে৷ শুধুমাত্র রাস্তার ধারে খাবার বেচে কোটি কোটি টাকার (Crorepati) মালিক হয়েছেন এইসব ব্যবসায়ীরা৷ ভাঙাচোরা বিক্রেতাতেই নয়, ফল বিক্রি করেন এমন ব্যক্তিরা শত শত বিঘা কৃষি জমির মালিক৷
দৈনিক হিন্দুস্তানে প্রকাশিত খবর অনুযায়ি পান, চাট, কিরানা স্টোর চালানো ও সিঙারা বিক্রিতাদের এ হেন সম্পত্তি রয়েছে৷ তিন তিনটি গাড়ির মালিক কিন্তু এক টাকাও জিএসটি দেন না৷ পাশাপাশি আয়কর বিভাগেও দেন না একটা টাকাও৷ আয়কর বিভাগ, বিগ ডেটা সফটওয়্যার, জিএসটি রেজিস্ট্রেশনে এই চমকদার তথ্য উঠে এসেছে৷
advertisement
advertisement
আসলে গরীব সেজে থাকা ধনপতিদের দীর্ঘদিন ধরেই খুঁজে পেতে চেয়েছিল আয়কর দফতর৷ যাঁর ট্যাক্স দেন বা ট্যাক্স রিটার্ন ফাইল করে তাদের পাশাপাশি প্রতিটা গলি মহল্লায় দোকান চালায় যাঁরা তাঁদের ওপরও দীর্ঘদিন ধরে নজর রাখছিল সংস্থা৷ মোটা রোজগারকারীদের সম্পর্কে ধীরে ধীরে তথ্য সংগ্র চলছিল৷ এদের সব পরিসংখ্যান দেখে সকলের মাথা ঘুরে গেছে৷
advertisement
কানপুরের প্রচুর ব্যবসায়ী গত চার বছরে  এক পয়সা জিএসটি দেননি কিন্তু ৩৭৫ কোটি টাকারা প্রপার্টি কিনেছে৷ কানপুরের বিভিন্ন জায়গায় এই সম্পত্তি কেনা হয়েছে৷ ৩০ কোটি টাকার কিষাণ বিকাশ পত্র কেনা হয়েছে৷ বিভিন্ন গ্রামীণ এলাকায় মোট ৬৫০ বিঘা জমি কেনা হয়েছে৷ সম্পত্তি কেনার এই বিষয় থেকেই এই আয়ের খোঁজ পাওয়া গেছে৷ দুই ভাঙাচোরা ব্যবসায়ী দশ কোটি টাকার সম্পত্তি কিনেছে৷ ব্যবসায়ীদের জমি ও সম্পত্তিতে বিনিয়োগ থেকে এই ভয়ানক সত্যি সামনে এসেছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
OMG! ঠেলাগাড়িতে পান-সিঙারা বিক্রি করে যোগীরাজ্যে ২৫৬ জন কোটিপতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement