OMG! ঠেলাগাড়িতে পান-সিঙারা বিক্রি করে যোগীরাজ্যে ২৫৬ জন কোটিপতি
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বড় বড় কাজে ব্যস্ত কত রোজগার করেন? আর যাঁরা রাস্তার ধারে দাঁড়িয়ে ঠেলায় জিনিস বিক্রি করে তাঁদের করুণার চোখে দেখেন, সমঝে যান...
#কানপুর: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে বিগ ডেটা সফটওয়্যার, আয়কর বিভাগ (Income Tax Department) আর জিএসটি রেজিস্ট্রেশনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য৷ রাস্তার ধারে ঠেলা করে পান, চাট, সিঙারা (Paan, Chaat and Samosa) বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন৷ আর এক -দুই জন নয়, নয় নয় করে ২৫৬ জনকে এরকম পাওয়া গেছে৷ এছাড়া যাঁরা ভাঙাচোরা জিনিসের কারবার করেন তাঁদের কাছে তিন -তিনটি গাড়ি, কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে৷
কানপুরের আয়কর বিভাগ (Income Tax Department) তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে৷ শুধুমাত্র রাস্তার ধারে খাবার বেচে কোটি কোটি টাকার (Crorepati) মালিক হয়েছেন এইসব ব্যবসায়ীরা৷ ভাঙাচোরা বিক্রেতাতেই নয়, ফল বিক্রি করেন এমন ব্যক্তিরা শত শত বিঘা কৃষি জমির মালিক৷
দৈনিক হিন্দুস্তানে প্রকাশিত খবর অনুযায়ি পান, চাট, কিরানা স্টোর চালানো ও সিঙারা বিক্রিতাদের এ হেন সম্পত্তি রয়েছে৷ তিন তিনটি গাড়ির মালিক কিন্তু এক টাকাও জিএসটি দেন না৷ পাশাপাশি আয়কর বিভাগেও দেন না একটা টাকাও৷ আয়কর বিভাগ, বিগ ডেটা সফটওয়্যার, জিএসটি রেজিস্ট্রেশনে এই চমকদার তথ্য উঠে এসেছে৷
advertisement
advertisement
আসলে গরীব সেজে থাকা ধনপতিদের দীর্ঘদিন ধরেই খুঁজে পেতে চেয়েছিল আয়কর দফতর৷ যাঁর ট্যাক্স দেন বা ট্যাক্স রিটার্ন ফাইল করে তাদের পাশাপাশি প্রতিটা গলি মহল্লায় দোকান চালায় যাঁরা তাঁদের ওপরও দীর্ঘদিন ধরে নজর রাখছিল সংস্থা৷ মোটা রোজগারকারীদের সম্পর্কে ধীরে ধীরে তথ্য সংগ্র চলছিল৷ এদের সব পরিসংখ্যান দেখে সকলের মাথা ঘুরে গেছে৷
advertisement
কানপুরের প্রচুর ব্যবসায়ী গত চার বছরে এক পয়সা জিএসটি দেননি কিন্তু ৩৭৫ কোটি টাকারা প্রপার্টি কিনেছে৷ কানপুরের বিভিন্ন জায়গায় এই সম্পত্তি কেনা হয়েছে৷ ৩০ কোটি টাকার কিষাণ বিকাশ পত্র কেনা হয়েছে৷ বিভিন্ন গ্রামীণ এলাকায় মোট ৬৫০ বিঘা জমি কেনা হয়েছে৷ সম্পত্তি কেনার এই বিষয় থেকেই এই আয়ের খোঁজ পাওয়া গেছে৷ দুই ভাঙাচোরা ব্যবসায়ী দশ কোটি টাকার সম্পত্তি কিনেছে৷ ব্যবসায়ীদের জমি ও সম্পত্তিতে বিনিয়োগ থেকে এই ভয়ানক সত্যি সামনে এসেছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 20, 2021 2:03 PM IST